৭ মাস পর ফিরে তামিমের ১৩

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি তামিমবিসিবি

ফতুল্লার খান সাহেব ওসমানী আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যেতে তামিম ইকবালের সময় লাগল ৭ মাস ৫ দিন। শুধু দিনের হিসাবে ২১৯ দিন।

সময়ের এই হিসাব আসলে তামিম ইকবালের দুটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মাঝে পড়া বিরতির। আজ এনসিএল টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে তামিম সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত ৬ মে ঢাকা প্রিমিয়ার লিগে। ফতুল্লায় সে ম্যাচে প্রাইম ব্যাংকের হয়ে ওপেন করে ২৫ বলে ২২ রানে আউট হন তামিম। মাঝখানে ৭ মাসের বেশি সময় বিরতির পর আজ সিলেটে এনসিএল টি-টোয়েন্টির প্রথম দিনে চট্টগ্রামের হয়ে আবারও ব্যাট হাতে মাঠে নামেন এই বাঁহাতি ওপেনার। তবে বেশিক্ষণের জন্য নয়। টিকেছেন মাত্র ১০ বল, ১৩ রানে বোল্ড।

আরও পড়ুন

টসে হেরে আগে ব্যাটিং পাওয়া চট্টগ্রামের হয়ে মাহমুদুল হাসানকে নিয়ে ওপেন করেছেন তামিম। কিন্তু স্ট্রাইক নেননি। রংপুরের পেসার এনামুল হকের করা প্রথম ওভারের পুরোটা খেলেন মাহমুদুল। তিন চারে ওই ওভারে ১২ রানও তুলেছেন। পরের ওভারে আরেক পেসার মুকিদুলের প্রথম বলে সিঙ্গেল নেন তামিম। ওই ওভারে তামিম আর স্ট্রাইক পাননি। মাহমুদুল দ্বিতীয় বলে ২ রান নেওয়ার পর রান নিতে পারেননি বাকি ৪ বলে।

তৃতীয় ওভারের প্রথম বলে আবারও স্ট্রাইক পান তামিম এবং এনামুলের প্রথম বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন। পরের বলেই রানআউট মাহমুদুল, নতুন সঙ্গী হিসেবে ইয়াসির আলীকে পান তামিম। ইয়াসির ১ রান নিয়ে তামিমকে স্ট্রাইক দেওয়ার পর তামিম আবারও একটি সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন। ২.৪ ওভার পর্যন্ত ক্রিজে থাকায় ততক্ষণে সম্ভবত শট খেলার আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিলেন তামিম। ওভারের শেষ বলে তাই ডিপ এক্সট্রা কাভার দিয়ে এনামুলকে চার মেরেছেন ইনসাইড আউটে—তামিমের সিগনেচার শট।

শুরুটা ভালোই করেছিলেন তামিম
বিসিবি

অর্থাৎ প্রথম ৩ বলে সিঙ্গেল নেওয়ার পর চতুর্থ বলে চার। চতুর্থ ওভারে স্ট্রাইক পাননি। পঞ্চম ওভারে গিয়ে এনামুলের প্রথম বলে রান না পাওয়ার পর দ্বিতীয় বলে দেখা গেল সেই পুরোনো তামিমকে। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লং অফ দিয়ে ছক্কা!

আরও পড়ুন

কিন্তু এরপর তিনটি ডেলিভারি ‘ডট’ দেওয়ায় সম্ভবত একটু ধৈর্যহারা হয়েছিলেন। ওভারের শেষ বলে লেগ সাইডে টেনে খেলতে গিয়ে শরীরের ভারসাম্য রাখতে পারেননি। বল ব্যাটেও পাননি, বোল্ড। ১ ছক্কা ও ১ চারে তামিমের ইনিংসে তাই শেষ পর্যন্ত আক্ষেপ বেড়েছে। তবে ৩৫ বছর বয়সী জাতীয় দলের ওপেনার আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন, এটাও একটা স্বস্তি।

জাতীয় দলের হয়ে তামিম সর্বশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ বলে ৪৪ করে আউট হন। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ খেলেছেন গত বছরের এপ্রিলে। বিপিএলের নতুন মৌসুম সামনে রেখে অনুশীলনে ফিরেছিলেন তামিম। কিছুটা মুটিয়ে যাওয়া শরীরের ফিটনেস ঠিক করতে স্ট্রেচিংয়ের পাশাপাশি ফিরেছিলেন ব্যাটিংয়েও। তবে এনসিএল টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্ট শুরু হওয়ায় প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরার সুযোগটা তিনি পেয়ে গেলেন।

বোল্ড হন তামিম
বিসিবি

২০ ওভারে ৯ উইকেটে ১৩২ তুলেছে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ২৭ করেন মুমিনুল হক। ১৯ বলে ২০ রান এসেছে ইরফান শুক্কুরের ব্যাট থেকে। ইয়াসির করেন ১৮ এবং ১৭ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন আহমেদ শরীফ। তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৪ উইকেটে ১১৭ তুলেছে রংপুর।

আরও পড়ুন