বাংলাদেশের তাহমিদ যেভাবে কনস্টাসের কোচ

কনস্টাসের সঙ্গে তাঁর কোচ তাহমিদ ইসলামদ্য এজ

তাহমিদ ইসলাম—সাবেক ক্রিকেটার ও ক্রিকেট কোচ। ভারত–অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টের আগে এই পরিচয়েই পরিচিত ছিলেন তিনি। তবে চলমান মেলবোর্ন টেস্ট তাঁর পরিচয়ে যোগ করেছে ভিন্ন মাত্রা।

এই বাংলাদেশির সবচেয়ে বড় পরিচয় এখন তিনি স্যাম কনস্টাসের কোচ। মেলবোর্নে কনস্টাসের যে রকম অভিষেক হলো, তাতে তাহমিদও এই পরিচয়ে গর্বিতই হবেন। তা তাহমিদের সঙ্গে কনস্টাসের পরিচয় কীভাবে? কবে থেকে শুরু তাঁর কনস্টাস অধ্যায়?

গল্পটার শুরু ৫ বছর আগে, সিডনির এক প্রাইভেট স্কুলে। তাহমিদ তখন সিডনির একটি স্কুলে কোচ হিসেবে কাজ করেন। সেই স্কুলেই বৃত্তি পেয়ে পড়তে আসেন কনস্টাস। আজ অস্ট্রেলিয়া থেকে জুমে বাংলাদেশের কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে তাহমিদ বলেছেন, ‘৫-৬ বছর আগের কথা। সিডনির একটি প্রাইভেট স্কুলের কোচ হিসেবে কাজ করছি। সেখানে বৃত্তি নিয়ে আসে কনস্টাস। ওর বয়স তখন ১৪। তখন ওর বাবা আমাকে কাজের প্রস্তাব দেয়।’

৫-৬ বছর আগের কথা। সিডনির একটি প্রাইভেট স্কুলের কোচ হিসেবে কাজ করছি। সেখানে বৃত্তি নিয়ে আসে কনস্টাস। ওর বয়স তখন ১৪। তখন ওর বাবা আমাকে কাজের প্রস্তাব দেয়
তাহমিদ ইসলাম

কনস্টাস অভিষেক টেস্টে ফিফটি করেছেন। খেলেছেন ৬০ রানের ইনিংস। অনেকে তো অভিষেক ইনিংসে সেঞ্চুরিও করেছেন। তাহলে তাঁর ৬০ রান নিয়ে এত আলোচনা কিসের? আসলে আলোচনাটা তাঁর খেলার ধরন নিয়ে। বিশেষ করে যশপ্রীত বুমরার বলে মারা রিভার্স স্কুপ নিয়ে। এভাবে খেলে আবার দিন শেষে সাংবাদিকদের বলেছেন এটাই নাকি তাঁর জন্য নিরাপদ শট, ‘আমার মনে হয়, (ওই শটে) আউট হলে দেখতে বাজে লাগত। তবে ওই শটটা নিয়ে অনেক কাজ করেছি, আমার মনে হয় আমার জন্য এটাই নিরাপদ শট।’

আরও পড়ুন

তা ১৯ বছরের তরুণ কনস্টাসের এত আত্মবিশ্বাসের উৎস কী? এই প্রশ্নের উত্তর তাঁর কোচ তাহমিদের চেয়ে ভালো কে দিতে পারবেন! তাহমিদ বলেছেন, ‘ছোটবেলা থেকেই ও আত্মবিশ্বাসী। বক্সিং ডে টেস্টের আগে সে জানতে চেয়েছিল, সেঞ্চুরি করলে কেমন উদ্‌যাপন দেখতে চাও...।’

রিভার্স স্কুপ খেলছেন কনস্টাস
এএফপি

বুমরারা বলে অভিষেকেই যে রিভার্স স্কুপ খেলে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন, কনস্টাসের কোচের কাছে সেটা নিয়ে প্রশ্ন তো অবধারিত। তাহমিদও জানিয়েছেন বিস্তারিতই। বলেছেন, কনস্টাস এই শট নিয়ে গত পাঁচ–ছয় বছর ধরেই কাজ করছেন। বুমরার মতো বোলারের বলেও হয়তো সে কারণেই অত অনায়াসে খেলতে পেরেছেন শটটা।

তাহমিদ ইসলামের জন্ম অস্ট্রেলিয়াতেই । সেখানেই তাঁর কোচিং ক্যারিয়ারের শুরু, কাজ করছেন বিগ ব্যাশের দল সিডনি থান্ডারেও।

আরও পড়ুন