ভেন্যু নিয়ে অনেক জল ঘোলার পর অবশেষে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। করাচিতে আগামীকাল উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
তবে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে সবচেয়ে বড় ম্যাচ কোনটি, কোন ম্যাচ দেখতে ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—তা সবার জানা। ভারত–পাকিস্তান ম্যাচ, রোববার দুবাইয়ে মুখোমুখি হবে দুই প্রতিবেশী।
চিরপ্রতিন্দ্বী দুই দলের লড়াই উপভোগ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির জন্য দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ভিআইপি হসপিটালিটি বক্সে ৩০টি আসন বরাদ্দ রেখেছিল সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড।
কিন্তু পিসিবির তহবিল সংগ্রহে নাকভি বিলাসবহুল আসনের টিকিটগুলো চার লাখ দিরহামে (১ কোটি ৩২ লাখ টাকা) বিক্রি করে দিয়েছেন। এর পরিবর্তে তিনি সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখবেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। গ্রুপ পর্বে রোহিত–কোহলিরা পাকিস্তানের আগে বাংলাদেশ এবং পরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন।
পাকিস্তানের টিভি চ্যানেল জিও সুপার জানিয়েছে, মহসিন নাকভি, তাঁর পরিবার ও অতিথিদের ভারত-পাকিস্তানসহ দুবাইয়ের ম্যাচগুলো প্রিমিয়াম আসনে বসে দেখার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু নাকভি সব কটি টিকিট বিক্রি করে দিয়েছেন। সেখান থেকে পাওয়া ১ কোটি ৩২ লাখ টাকা তিনি পিসিবির উন্নয়নমূলক কাজে, বিশেষ করে স্টেডিয়াম আধুনিকীকরণে ব্যবহার করবেন।
নাকভি এরই মধ্যে আমিরাত ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন, গ্যালারির পরিবেশ সম্পর্কে ধারণা নিতে তিনি সাধারণ দর্শকদের সঙ্গে খেলা দেখতে চান। অভিজাত শ্রেণির সুযোগ-সুবিধা নেওয়া বাদ দিয়ে সাধারণ ক্রিকেটপ্রেমীদের সঙ্গে মিশে যাওয়ার এই সিদ্ধান্তে মহসিন নাকভি সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।