ছেলেদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে টানা ম্যাচ জয়ের রেকর্ডটি এখন...

স্পেন ক্রিকেট দলক্রিকেট এসপানা এক্স হ্যান্ডল

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড কোন দলের? প্রশ্নটির উত্তর দিতে পারলে নিজেকে আপনি ক্রিকেট-পোকা হিসেবে দাবি করতেই পারেন।

উত্তর দিতে না পারলে যে ক্রিকেটের পোকা বলা যাবে না সেটাও না। এই প্রশ্নের উত্তরে ক্রিকেট খেলুড়ে শক্তিধর দেশগুলোর নাম মাথায় আসাই স্বাভাবিক। অস্ট্রেলিয়া? ভারত? নাকি ইংল্যান্ড? কে জানে দক্ষিণ আফ্রিকাও হতে পারে! ভুল। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এখন এমন এক দলের যাঁরা গত মাসেই ফুটবলে ইউরোপসেরার মুকুট জিতেছে।

আরও পড়ুন

ঠিক ধরেছেন, স্পেন। চ্যানেল আইল্যান্ডসের গুয়ের্নসে পোর্ট সইফ অঞ্চলের গুয়ের্নসে রোভার অ্যাথলেটিক ক্লাব গ্রাউন্ডে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ সাব রিজিওনাল ইউরোপিয়ান বাছাইপর্বের ম্যাচে গ্রিসকে ৭ উইকেটে হারিয়েছে স্পেন। ছেলেদের টি-টোয়েন্টিতে এটি ছিল স্পেনের টানা ১৪তম জয়। ২০২২ সালে মালয়েশিয়া ও ২০২৩ সালে বারমুডার গড়া টানা ১৩ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়ল স্পেন।

এই সংস্করণে প্রায় কুড়ি মাস আগে ইতালির বিপক্ষে সর্বশেষ ম্যাচ হেরেছিল স্পেন। এরপর খেলা ১৬ ম্যাচের মধ্যে ১৫টিতেই জিতেছে তাঁরা। তবে এই ১৬ ম্যাচের মধ্যে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। ২০২২ সালের ৬ নভেম্বর ইতালির কাছে সেই হারের পর আইল অব ম্যান দ্বীপপুঞ্জ (৫), জার্সি দ্বীপপুঞ্জ (২), ক্রোয়েশিয়া (৫), সাইপ্রাস (১), চেক প্রজাতন্ত্র (১) ও গ্রিসের বিপক্ষে জিতল স্পেন। এর মধ্যে আইল অব ম্যান দ্বীপপুঞ্জের বিপক্ষে প্রথম ম্যাচটি জেতার পরের ম্যাচটি পরিত্যক্ত হয়। তারপর দলটির বিপক্ষে টানা ৪ ম্যাচ জিতেছে স্পেন।

টানা জয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ার পর স্পেনের কোচ কোরে রুটগার্স সংবাদমাধ্যম ক্রিকবাজকে বলেছেন, ‘আজকের রেকর্ডটি গর্বের। আমরা অবশ্যই রেকর্ডের জন্য খেলি না, কিন্তু দলের জন্য এই অনুভূতিটা বিশেষ কিছু।’

আরও পড়ুন

গ্রিসকে হারানোর মধ্য দিয়ে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার পথেও বেশ খানিকটা এগিয়ে গেল স্পেন। রেকর্ডটি এই মুহূর্তে টানা ১৬ ম্যাচ অপরাজিত নাইজেরিয়ার। গত বছর এই রেকর্ড গড়েছে দলটি। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড থাইল্যান্ড নারী দলের (১৭)।

১০৩টি দেশ এ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে। মালয়েশিয়া ও বারমুডার পর ছেলেদের টি-টোয়েন্টিতে যৌথভাবে টানা তৃতীয় সর্বোচ্চ ম্যাচ জিতেছে ভারত, আফগানিস্তান ও রোমানিয়া (১২)। টানা সর্বোচ্চ ৯টি করে ম্যাচ জিতেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড জিতেছে টানা ৮টি করে ম্যাচ। শ্রীলঙ্কা জিতেছে টানা ৬ ম্যাচ এবং টানা ৫ ম্যাচ জিতেছে বাংলাদেশ।