আফ্রিদি নেই, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পাকিস্তান দলে আবরার

রাওয়ালপন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের ১২ জনের দলে আছেন আবরার আহমেদপিসিবি

বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। ম্যাচের আগে ঘোষণা করা হবে একাদশ। রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারার পর পাকিস্তান দলে পরিবর্তন আনার দাবি তুলেছিলেন সাবেকেরা। সেই পরিবর্তন হয়েছেও।

বাংলাদেশের কাছে প্রথম টেস্টের হারের পর পাকিস্তান দল নিয়ে সবচেয়ে বড় সমালোচনা হয়েছিল চার পেসার খেলানো নিয়ে। আগামীকাল থেকে শুরু দ্বিতীয় টেস্টের ১২ জনের দলেও চার পেসার আছে, কিন্তু একাদশে হয়তো চার পেসার খেলাবে না পাকিস্তান। তিন পেসারের সঙ্গে তারা হয়তো একজন স্পিনার খেলানোর কথাই ভাবছে।

আরও পড়ুন
পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি
ইনস্টাগ্রাম

দ্বিতীয় টেস্টের দল থেকে বাঁহাতি পেসার শাহিন আফ্রিদিকে বাদ দিয়েছে পাকিস্তান। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদকে। একাদশে তাঁর থাকাটা প্রায় নিশ্চিত। শাহিনকে অবশ্য এমনিতেই এই টেস্টের বাইরে রাখার কথা হচ্ছিল। প্রথম টেস্ট চলাকালে তাঁর স্ত্রী আনসা আফ্রিদির কোলজুড়ে এসেছে প্রথম সন্তান। সেই ছেলে সন্তানকে দেখতে যাওয়ার জন্য তাঁকে ছুটি দেওয়ার কথা আগে থেকেই হচ্ছিল।

আবরার ছাড়াও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন পেসার মীর হামজা। আবরারকে দলে নেওয়ার প্রসঙ্গে পাকিস্তানের প্রধান কোচ জেসন গিলেস্পি বলেছেন, ‘১২ সদস্যের দলে আবরার আহমেদকে নেওয়া হয়েছে কন্ডিশন বিবেচনা করে। আমরা এখনো পিচ দেখিনি, আমরা আগামীকাল কন্ডিশনটা বিশ্লেষণ করব।’

আরও পড়ুন

দ্বিতীয় টেস্টের পাকিস্তান দল

আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ, মীর হামজা।