২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘সৌরভের উচিত ডাগআউট ছেড়ে ওপরে চলে আসা’

আইপিএলে একের পর এক ম্যাচ হেরেই চলেছে সৌরভ গাঙ্গুলীর দিল্লি ক্যাপিটালসছবি : বিসিসিআই

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অবস্থা যাচ্ছেতাই। নিজেদের প্রথম ৫ ম্যাচেই হেরেছে তারা। এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে না পারা একমাত্র দলও দিল্লি। এর চেয়েও অস্বস্তির ব্যাপার, ৫ ম্যাচের চারটিতেই ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি দিল্লি। আর দুটি ম্যাচ হারলেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়বে তারা।

অথচ দিল্লিতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ছাড়াও আছেন মিচেল মার্শ, রোভম্যান পাওয়েল, আনরিখ নরকিয়া, অক্ষর প্যাটেলদের মতো পরীক্ষিতরা। নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০১৬ সালে শিরোপা জেতা ডেভিড ওয়ার্নার। দিল্লির কোচিং স্টাফও যেন এক নক্ষত্রপুঞ্জ—প্রধান কোচ রিকি পন্টিং, ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলী, সহকারী কোচ শেন ওয়াটসন ও অজিত আগারকার। তবু ম্যাচের পর ম্যাচ সব বিভাগেই ব্যর্থ হচ্ছে দলটি।

বিতিকিচ্ছিরি অবস্থা দেখে পন্টিং-সৌরভের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিল্লির সাবেক অধিনায়ক ও ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। এবার সৌরভকে খোঁচা দিয়েছেন রবি শাস্ত্রী।

সৌরভ গাঙ্গুলীর কোচিং নিয়ে প্রশ্ন তুলেছেন বীরেন্দর শেবাগ, খোঁচা দিয়েছেন রবি শাস্ত্রী
ছবি : বিসিসিআই

সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি থাকাকালে প্রধান কোচ ছিলেন শাস্ত্রী। সে সময় দুজনের মধ্যে বেশ কিছু বিষয়ে মতের অমিল দেখা গিয়েছে। সেই সৌরভ এখন দিল্লির ডাগআউটে, শাস্ত্রী ফিরেছেন তাঁর পছন্দের জায়গা কমেন্ট্রি বক্সে।

আরও পড়ুন

কাল মোস্তাফিজদের পঞ্চম হারের দিনে ধারাভাষ্যের সময়টাকেই সৌরভকে খোঁচানোর জন্য বেছে নিয়েছেন শাস্ত্রী, ‘লড়াই করে হারা এক জিনিস, প্রতিপক্ষের কাছে পাত্তা না পাওয়া আরেক জিনিস। সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর দলের হারগুলো ঠিক হার নয়, এগুলো রীতিমতো হাতুড়িপেটা। তার উচিত ডাগআউট ছেড়ে ওপরতলায় চলে আসা। অবশ্যই এটা নিয়ে তার ভাবা উচিত।’

সৌরভ গাঙ্গুলী বিসিসিআইয়ের সভাপতি থাকাকালে ভারতীয় দলের প্রধান কোচ ছিলেন রবি শাস্ত্রী
ছবি : টুইটার

কেন ম্যাচের পর ম্যাচ হেরেই চলেছে দিল্লি—এর ব্যাখ্যাতেও বেশ মজা করেছেন শাস্ত্রী, ‘দিল্লির সমস্যা হলো ওদের প্রধান কোচ পন্টিং ও অধিনায়ক ওয়ার্নারের হারের অভ্যাস নেই। টানা হারতে থাকায় ওরা জেতার উপায় বের করতে পারছে না।’