বাংলাদেশ সিরিজ শুরুর আগে জেমিসনের চোটের শঙ্কা
বাংলাদেশ সফর থেকে ফিরে চোটের শঙ্কায় পড়েছেন নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন। তাঁর ‘কাভার’ হিসেবে আরেক পেসার বেন সিয়ার্সকে আগামী রোববার ভোরে শুরু হতে যাওয়া সিরিজের দলে ডেকে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঁ দিকের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি বোধ করছেন বাংলাদেশ সফরে দুটি টেস্টেই খেলা জেমিসন। গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে দেশে ফেরে নিউজিল্যান্ড দল। এরপর গতকাল ডানেডিনে দলের সঙ্গে যোগ দেন জেমিসন।
তিন ম্যাচের এ সিরিজে সিনিয়র ক্রিকেটারদের প্রায় সবাইকে বিশ্রাম দেওয়া হয়েছে। টম ল্যাথামের নেতৃত্বে ঘোষিত দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা তিনজন। জেমিসনের কাভার হিসেবে ডাক পাওয়া সিয়ার্সও আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। ২৫ বছর বয়সী এ পেসার অবশ্য ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন।
তাঁকে ডেকে পাঠানো প্রসঙ্গে জেমিসনকে নিয়ে সতর্কতা অবলম্বনের কথাই জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড, ‘আমরা কাইলের ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিচ্ছি। আমরা তাড়াহুড়া করতে চাই না, তাকে ঠেলেও দিতে চাই না। বিশেষ করে আমাদের ঘরোয়া গ্রীষ্মের (মৌসুমের) শুরুতে।’
এরপর তিনি যোগ করেন, ‘একদম প্রয়োজন পড়লে সে খেলবে, তবে আমরা অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না কোনো। এ কারণেই প্রথম ম্যাচের জন্য বেনকে ডেকে পাঠানো। বেন দলীয় আবহের সঙ্গে পরিচিত, তাকে ফায়ারবার্ডসের (ওয়েলিংটন) হয়ে পুরো ফিটনেসে ফিরতে দেখে ভালো লাগছে।’
ডানেডিনে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে প্রথম ওয়ানডে। সিরিজের পরের দুটি ওয়ানডে আগামী ২০ ও ২৩ ডিসেম্বর, নেলসন ও নেপিয়ারে।