প্রস্তুতি ম্যাচে খেলবেন তো নাজমুল-মিরাজরা

নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে নাও খেলতে পারেন মিরাজ, নাজমুলরারয়টার্স

ঠান্ডা কেমন? নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম কয়েক দিন দেশ থেকে ফোনে এ প্রশ্নটাই শুনতে হয় খেলোয়াড়দের। পরিবারের সদস্যদের থেকে শুরু করে সাংবাদিক—কুশল বিনিময়ের পর সবারই কৌতূহল, নিউজিল্যান্ডের আবহাওয়া কেমন?

জাতীয় দলের ব্যাটসম্যান এনামুল হক সেই কৌতূহলই যেন মেটাতে চাইলেন কিছুটা। কোচ ও সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘আবহাওয়া? ঠান্ডা ১৬ ডিগ্রি। মাঠের প্রতিটি মুহূর্তে সত্যিকারের কিউই অভিজ্ঞতা দিচ্ছে।’

ছবিতে এনামুল ছাড়াও জবুথবু অবস্থায় দেখা যাচ্ছে তানজিদ হাসান, রাকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান ও সহকারী কোচ নিক পোথাসকে।

আরও পড়ুন

লিংকনে এই মুহূর্তে তাপমাত্রা থাকছে ১৫ ডিগ্রির নিচে। আজ দিবাগত রাত চারটায় সেখানকার বার্ট সাটক্লিফ ওভালে এমন ঠান্ডা আবহাওয়ার মধ্যেই নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তবে ভ্রমণক্লান্তির কারণে ওয়ানডে দলের সবাইকে হয়তো দেখা যাবে না এই ম্যাচে।

কোচ ও সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে লিংকনে তোলা এ ছবিটি পোস্ট করেছেন এনামুল হক
ইনস্টাগ্রাম

৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দুই ভাগে নিউজিল্যান্ড সফরে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। গত ৯ ডিসেম্বর রাতে যাঁরা রওনা দিয়েছেন, তাঁরা আজই সেখানে প্রথম অনুশীলনে নেমেছেন। সহকারী কোচ নিক পোথাসের অধীন এনামুল-লিটনরা সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন

তবে ১১ ডিসেম্বর রাতে রওনা দেওয়া ক্রিকেটাররা লিংকনে পৌঁছেছেন আজ স্থানীয় সময় দুপুরে। অধিনায়ক নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামরা তাই প্রথম দিনের অনুশীলনে ছিলেন না। সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে তাঁরা খেলবেন কি না, সেটাও নিশ্চিত নয়। না খেললেও ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য দুই দিন সময় পাচ্ছেন নাজমুলরা।

১৭ ডিসেম্বর ডানেডিনে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবেন নাজমুল হোসেন-মুশফিকুর রহিমরা। ২০ ও ২৩ ডিসেম্বর নেলসন ও নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। একই ভেন্যুতে ২৭ ডিসেম্বর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ২৯ ও ৩১ ডিসেম্বর সিরিজের শেষ দুটি ম্যাচ হবে মাউন্ট মঙ্গানুইতে।