আইসিসি র্যাঙ্কিং: দক্ষিণ আফ্রিকায় পারফরম্যান্সে নতুন উচ্চতায় ফারজানা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০২ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন ফারজানা হক। সেই পারফরম্যান্স দিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের ব্যাটার। আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন ফারজানা। মেয়েদের আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের সর্বোচ্চ অবস্থান এটাই। ফারজানা ছাড়া অন্য কেউ সেরা ২০–এই উঠতে পারেননি কখনো।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজটা হেরেছে বাংলাদেশ। ওই সিরিজের পারফরম্যান্স দিয়ে এগিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান। চার ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন রাবেয়া। অলরাউন্ডার রিতু মনি এগিয়েছেন দুই বিভাগেই। ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে উঠেছেন ৬৮তম স্থানে, বোলিংয়ে চার ধাপ এগিয়ে উঠেছেন ৯০-এ।
সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকান ব্যাটার তাজমিন ব্রিটস ৩২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন। সেই ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান লরা ভলভার্ট আগের মতোই ৪ নম্বরে আছেন। শেষ দুই ম্যাচে ৫০ ও ১১৮ রান করা আনিকা বোশ ৭১ ধাপ এগিয়ে উঠেছেন ৭০ নম্বরে।