লিটনের দুই অনুপ্রেরণা সঞ্চিতা আর শাহীন

কাল সেঞ্চুরির পর লিটন দাসশামসুল হক

সব পুরুষের সাফল্যের পেছনেই নাকি একজন নারী থাকেন। লিটন দাসও এর ব্যতিক্রম নন। খারাপ সময় কাটিয়ে বিপিএলে পরপর দুই ম্যাচে দারুণ ব্যাটিং করলেন। কাল তো দুর্বার রাজশাহীর বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরিই করে ফেললেন, সেটাও বিস্ফোরক এক ইনিংস খেলে।

রাতে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেছেন, তাঁর এই ফিরে আসার পেছনে দুজন মানুষের বিশেষ অবদান আছে। একজন তাঁর স্ত্রী সঞ্চিতা, আরেকজন ঢাকা ক্যাপিটালসের বল বয় শাহীন।

‘ঢাকা ক্যাপিটালসে’র না বলে লিটনের ব্যক্তিগত বল বয় বলাই বোধ হয় সঠিক। কারণ, এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসে চার বছর লিটনের সঙ্গে কাজ করেছেন শাহীন। লিটনকে বল ছুড়তে ছুড়তেই তিনি বুঝে গেছেন অনুশীলনে কখন, কোন ধরনের বল তাঁকে ছোড়া উচিত। প্রয়োজনে লিটনকে ছোটখাটো পরামর্শও দেন শাহীন।

এক সময় কুমিল্লা ভিক্টোরিয়ানসে লিটনকে ব‍্যাটিংয়ে সহযোগিতা করতেন শাহীন। সেই সময়ের ছবি
সংগৃহীত

নিজের দুই অনুপ্রেরণা সম্পর্ক বলতে গিয়ে প্রথমে স্ত্রীর কথাই বলেছেন লিটন, ‘সবার স্ত্রীই সবাইকে সহযোগিতা করে। এই দিক থেকে আমার কমতি কখনোই ছিল না।’ পরে এসেছেন শাহীনের প্রসঙ্গে, ‘শাহীন দলে আমাদের আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। সে গত তিন-চার বছর কুমিল্লার সঙ্গে ছিল, আমার খেলাটা দেখছে। যারা এ রকম নিয়মিত প্র্যাকটিস করায়, তারা কিন্তু ছোট ছোট তথ্য দিতে পারে। একজন ব্যাটসম্যানের কোথায় কী ভুল হচ্ছে, সেটা সে বলতে পারে।’

আরও পড়ুন
স্ত্রী ও কন্যার সঙ্গে লিটন দাস
ফেসবুক/লিটন দাস

এবারের বিপিএলে অনুশীলনের অভিজ্ঞতা থেকে লিটন বলেছেন, ‘আমি কয়েক দিন ধরে তার সঙ্গে প্র্যাকটিস করেছি, সে আমাকে অনেক সাহায্য করেছে। ওর কিছু কথায় আমার মনে হয়েছে কিছু জিনিস পরিবর্তন করলে আমার জন্য ভালো হতে পারে। সব কোচই যে আমাকে সাহায্য করবেন, বিষয়টা তা নয়। যেকোনো মানুষই সাহায্য করতে পারে।’

বিপিএলে এবার টানা ছয় ম্যাচ হেরে কাল সপ্তম ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে ঢাকা ক্যাপিটাল। সেটাও দুর্বার রাজশাহীকে গুঁড়িয়ে দিয়ে বিপিএল সর্বোচ্চ ১৪৯ রানের ব্যবধানে জয়। লিটন আশাবাদী, এখান থেকে দল ভালো কিছুর দিকেই এগোবে, ‘আমাদের দলটা ভালো। কিন্তু কোনো কারণে আমরা কেউই ভালো করছিলাম না। যেদিন ব্যাটিং ভালো করছিলাম হয়তো ব্যাটিং ভালো হচ্ছিল না। কোনো দিন বোলিং ভালো হয়েছে, ব্যাটিং ভালো হয়নি। আজকে (কাল) সবাই মিলে পারফর্ম করেছি। আমাদের রানরেটটা এখন ভালো হয়ে যাবে। খেলোয়াড়েরা ছন্দ পেয়েছে। জানি না পরের ম্যাচে জিতব কি না। কিন্তু একটা আত্মবিশ্বাস পাবে সবাই। চেষ্টা করব আমরা এখান থেকে ভালো কিছু করার, ঘুরে দাঁড়ানোর।’

আরও পড়ুন