কোচ রাহুল দ্রাবিড়কে যেভাবে দেখেন সৌরভ গাঙ্গুলী
ওয়ানডে অভিষেকটা সৌরভ গাঙ্গুলীর চার বছর আগে হলেও টেস্ট অভিষেক একই সঙ্গে একই দিনে হয়েছিল সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের। ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে সেঞ্চুরি করে নিজের আগমনী বার্তা জানিয়ে দিয়েছিলেন সৌরভ। রাহুলও আগমনী বার্তা দিয়েছিলেন, তবে তাঁর দুর্ভাগ্য ৫ রানের জন্য সেঞ্চুরি পাননি। তিনি ফিরেছিলেন ৯৫ রানে। সেই থেকে দুজনের পথচলা ভারতীয় ক্রিকেটে।
সময়ের পরিক্রমায় দুজনই নিজেকে নিয়ে গিয়েছিলেন ইতিহাস সেরাদের কাতারে। খেলা ছেড়েছেন অনেক দিন, আজও ভারত ও বিশ্ব ক্রিকেটে একই রকম প্রাসঙ্গিক সৌরভ–রাহুল। সৌরভ অবশ্য তাঁর বন্ধু ও সতীর্থের চেয়ে একটা জায়গায় বেশ এগিয়ে। তিনি প্রশাসক হিসেবে নিজেকে তৈরি করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব সামলেছেন। রাহুল অবশ্য মনোযোগী নতুন দিনের তারকা তৈরিতে। তিনি এখন দায়িত্ব ভারতীয় ক্রিকেট দলের। প্রধান কোচ হিসেবে কাটিয়ে দিয়েছেন গোটা একটা বছর।
এই সময় রাহুল দ্রাবিড়ের সাফল্য অনেক। যদিও ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে তাঁকে নিয়েও সমালোচনা আছে। তাঁর অধীন সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও আছে ভারতের। এই সময়ের মধ্যে ভারত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। সিরিজ হেরেছে বাংলাদেশের বিপক্ষে। কিন্তু সৌরভ গাঙ্গুলী মনে করেন, টি–টোয়েন্টি বিশ্বকাপটা বাদ দিলে গত এক বছরে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের পারফরম্যান্স দুর্দান্তই।
রাহুল দ্রাবিড়ের কোচিং নিয়ে স্পোর্টস্টারের কাছে সৌরভের মূল্যায়ন, ‘রাহুল দুর্দান্ত কাজ করছে। শুধু টি–টোয়েন্টি বিশ্বকাপটা বাদ দিলে। যদিও টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। একটা ম্যাচ জিতলেই ভারত ফাইনালে খেলত। রাহুল কোচ হিসেবে মাত্র এক বছর সময় পেয়েছে। এই সময়টা বেশ অল্প একজন কোচকে মূল্যায়ন করার জন্য।’
রাহুলের হাতে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ দারুণই দেখেন ভারতীয় বোর্ডের সাবেক প্রধান, ‘সে ভারতীয় দলকে বদলে দেবেই। তাঁর সময়ই শুবমান গিল দুর্দান্ত খেলছে। অন্যদেরও অনেক উন্নতি হয়েছে। ছোট সংস্করণে সূর্য (সূর্যকুমার যাদব) দুর্দান্ত খেলছে। আমার মনে হয় রাহুলকে আরও সময় দেওয়া উচিত। সময় পেলে তাঁর অধীন ভারত আরও ভালো করবে।’
খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর নীতি গ্রহণ করেছেন রাহুল। আর এটি যে সব সময় কাজে এসেছে, ব্যাপারটি তা–ও নয়। ভারতের সাবেক ক্রিকেটারদের কেউ কেউ তাঁর এই নীতির সমালোচনা করেছেন। রাহুলের কোচিং নিয়ে তাঁরা কিছু কিছু ক্ষেত্রে অখুশিও। তবে সৌরভ এসবের মধ্যে যেতে চান না। তিনি চান রাহুল বড় একটা সময়ই যেন পান নিজের দায়িত্ব পালনে।