মেয়েদের আইপিএল নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার
মুম্বাইয়ে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নারী আইপিএলের নিলাম। এবারই প্রথমবারের মতো শুরু হতে যাওয়া মেয়েদের এই আইপিএলের নিলামে ১৫টি দেশ থেকে মোট ৪০৯ জন ক্রিকেটার অংশ নেবেন।
বিসিসিআই জানিয়েছে, এই নিলামে অংশ নিতে ১ হাজার ৫২৫ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। বাছাইয়ের পর নিলাম তালিকায় জায়গা পেয়েছেন ২৪৬ জন ভারতীয় ক্রিকেটার, ভারতের বাইরে থেকে আরও ১৬৩ জন। এর মধ্যে আইসিসির সহযোগী দেশের ক্রিকেটার আছেন ৮ জন।
নিলাম তালিকায় জাতীয় দলে খেলা ক্রিকেটার আছেন ২০২ জন, জাতীয় দলের বাইরের ক্রিকেটার ১৯৯ জন। আর ৮ জন আইসিসির সহযোগী দেশের ক্রিকেটার। বাংলাদেশ থেকে এই নিলামে জায়গা পেয়েছেন মোট ৯ ক্রিকেটার—জাহানারা আলম, সালমা খাতুন, স্বর্ণা আক্তার, নিগার সুলতানা, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মন্ডল, রিতু মনি ও সোবহানা মুশতারি। এই ৯ ক্রিকেটারের মধ্যে সালমা ও রুমানার ভিত্তি মূল্য সবচেয়ে বেশি—৪০ লাখ রুপি।
বাংলাদেশের হয়ে ৪৬ ওয়ানডে ও ৯১ টি–টোয়েন্টি খেলা সালমা ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনেও দক্ষ। মূলত দক্ষ ও অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার হওয়ার জন্যই সম্ভবত সালমার দামটা বেশি। আরেক স্পিন অলরাউন্ডার রুমানার জন্যও একই যুক্তি খাটে। লেগ স্পিনের পাশাপাশি ব্যাটিংও পারেন। বাংলাদেশের হয়ে ৫০ ওয়ানডে ও ৮২ টি–টোয়েন্টি খেলেছেন রুমানা। অভিজ্ঞ পেসার জাহানারার ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি।
কিছুদিন আগে আইসিসি অনূর্ধ্ব–১৯ নারী বিশ্বকাপের সেরা দলে জায়গা করে নেওয়া ব্যাটার স্বর্ণা আক্তারের ভিত্তি মূল্য ২০ লাখ রুপি। হিটিংয়ের সামর্থ্য দিয়ে আলোচনায় আসেন ডানহাতি এ ব্যাটার। টুর্নামেন্টে ৫ ম্যাচে স্বর্ণা ১৫৩ রান করেছেন ১৫৭.৭২ স্ট্রাইক রেটে।
সে বিশ্বকাপে ১৫০-এর ওপর স্ট্রাইক রেট নিয়ে ১৫০-এর ওপর রান করেছেন আর একজনই—ভারতের অধিনায়ক শেফালি বর্মা। বাংলাদেশ নারী জাতীয় দলের উইকেটকিপার–ব্যাটার নিগার সুলতানার ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি। একই ভিত্তি মূল্য (৩০ লাখ রুপি) নাহিদা, লতা, রিতু ও সোবহানারও।
নিলামে মোট ২৪ ক্রিকেটারের ভিত্তি মূল্য সবচেয়ে বেশি—৫০ লাখ রুপি। এর মধ্যে ভারতের ক্রিকেটার ১০ জন ও ভারতের বাইরের ক্রিকেটার ১৪ জন। হারমনপ্রীত কাউর, স্মৃতি মান্দানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, আলিসা হিলি, এলিস পেরি, সোফি একলেস্টোন, সোফি ডেভিন ও দেবেন্দ্র ডটিংয়ের মতো তারকা ক্রিকেটাররা আছেন এই তালিকায়।
অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী ভারত জাতীয় দলের সব ক্রিকেটার নিলাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর বাইরে যেসব সহযোগী দেশ থেকে ক্রিকেটাররা জায়গা পেয়েছেন, সেই দেশগুলো হলো আরব আমিরাত, হংকং, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।
৫টি ফ্র্যাঞ্চাইজি দল এই নিলাম অনুষ্ঠানে স্কোয়াড শক্তিশালী করতে ১২ কোটি রুপি করে খরচ করতে পারবে। প্রতিটি দল স্কোয়াডে ১৫ থেকে ১৮ খেলোয়াড় নিতে পারবে। তার মানে, নিলামে ৫টি ফ্র্যাঞ্চাইজি মিলে সর্বোচ্চ ৯০ জন খেলোয়াড় কিনতে পারবে। এর মধ্যে সর্বোচ্চ ছয়জন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।
গত ২৫ জানুয়ারি পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলের নাম প্রকাশ করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—মুম্বাই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আদানি গ্রুপ ও কাপরি গ্লোবাল। এই ৫ ফ্র্যাঞ্চাইজি দল বিক্রি করে ৪ হাজার ৬৬৯ দশমিক ৯৯ কোটি রুপি আয় করেছে বিসিসিআই।
ভারতীয় সময় বেলা আড়াইটায় এই নিলাম অনুষ্ঠিত হবে।