হাথুরুসিংহে প্রসঙ্গে নাজমুল, ‘দল বাইরের জিনিস নিয়ে ভাবছে না’

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেনপ্রথম আলো

‘সামনে তাকাতে চাই’—কথাটা গতকাল বলে গেছেন বাংলাদেশ দলের নতুন কোচ ফিল সিমন্স। আজ একই সুরে কথা বললেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের দলে সাকিব আল হাসানের না থাকা, চন্ডিকা হাথুরুসিংহেকে বাদ দিয়ে সিমন্সকে কোচের দায়িত্ব দেওয়া—এক সপ্তাহে ঘটে যাওয়া এসব পালাবদলকে কীভাবে দেখছেন নাজমুল?

নাজমুল যেহেতু অধিনায়ক, নাজমুলকে আগামীকাল শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ নিয়েই বেশি ভাবতে হচ্ছে। নাজমুলও আজ সংবাদ সম্মেলনে পালাবদল নিয়ে হওয়া প্রশ্নের উত্তরে বললেন, ‘আমার মনে হয়, দল বাইরের জিনিসগুলো নিয়ে ভাবছে না। আগামীকাল খেলা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমরা আগে কখনো জিতিনি। আমাদের ঘরের মাঠে খেলা, আমরা ঘরের মাঠে ভালো দল। আমি মনে করি, এটা আমাদের জন্য দারুণ কিছু করার ভালো সুযোগ।’

অনুশীলনে বাংলাদেশ দল
প্রথম আলো

গুরুত্বপূর্ণ সিরিজের শুরুতে হুট করেই প্রধান কোচের পরিবর্তনটাকেও নাজমুল স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করছেন। তাঁর কথা, ‘আমার সঙ্গে বেশ কিছু আলোচনা হয়েছে। তিনি খুবই নতুন। আশা করছি, দু-তিন ম্যাচের মধ্যে মানিয়ে নিতে পারব।’

আরও পড়ুন

নতুন বলেই মিরপুর টেস্টের আগে সিমন্স অনেকটাই পর্যবেক্ষকের ভূমিকায় আছেন। নিজে অলরাউন্ডার ছিলেন বলেই ব্যাটিং-বোলিংয়ের ক্ষেত্রে টুকটাক পরামর্শ দিচ্ছেন।
তবে বেশির ভাগ সময় নাজমুল খেলোয়াড়দের বোঝার চেষ্টা করছেন। আজ নাজমুলও তাই বললেন, ‘এই কোচ যখন এসেছেন...তিনি খুব বেশি পরিকল্পনা দেননি। উনি মাত্রই এলেন। আমরা যেহেতু এ মাঠে অনেক ম্যাচ খেলেছি, নিজেদের অভিজ্ঞতা থেকেই সবকিছু করার চেষ্টা করছি।’

নতুনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা তো আছেই, কিন্তু সদ্য বিদায়ী কোচ হাথুরুসিংহকে কিছুটা হলেও মিস করার কথা ক্রিকেটারদের। নাজমুল অবশ্য এ প্রসঙ্গে সরাসরি কিছু বললেন না, ‘অবশ্যই, ভালো-খারাপ দুটিই ছিল। আমরা ওই সময় ভালো করেছি, খারাপ ফলও এসেছে। কিন্তু এখন আমাদের সামনে তাকাতে হবে।’

আরও পড়ুন