ফ্রেজার-ম্যাগার্ক ও নটরাজনে আস্থা রেখে চমকের অপেক্ষায় অক্ষরের দিল্লি

নতুন অধিনায়ক অক্ষর প্যাটেলদিল্লি ক্যাপিটালস
আরও একটি আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ, আরও একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উন্মাদনায় মাতবে ক্রিকেট-বিশ্ব। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা...

দিল্লি ক্যাপিটালস

অধিনায়ক: অক্ষর প্যাটেল
কোচ: হেমাং বাদানি
স্কোয়াড: ২৩ জন
ভারতীয়: ১৬ জন
বিদেশি: ৭ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোরেল
নিলামে কেনা: লোকেশ রাহুল, মিচেল স্টার্ক, টি নটরাজন, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, মুকেশ কুমার, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফাফ ডু প্লেসি, সমির রিজভি, ডোনাভান ফেরেইরা, দুষ্মন্ত চামিরা, বিপ্রজ নিগম, মনবন্ত কুমার, দর্শন নালকান্দে, এ জে মণ্ডল, ত্রিপূর্ণ বিজয়, মাধব তিওয়ারি

শক্তি

● দলটির ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী; বিশেষ করে টপ অর্ডারে। ওপেনিংয়ে জেইক ফ্রেজার-ম্যাগার্কের সঙ্গে দেখা যেতে পারে ফাফ ডু প্লেসিকে। সে ক্ষেত্রে তিন নম্বরে খেলবেন লোকেশ রাহুল।

● দিল্লির হয়ে গত দুই মৌসুমে ১৫২ স্ট্রাইক রেটে ব্যাটিং করা অভিষেক পোরেল খেলবেন মিডল অর্ডারে। ফিনিশারের দায়িত্ব থাকবে ট্রিস্টান স্টাবস ও আশুতোষ শর্মার ওপর। আর পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে ওঠা অক্ষর প্যাটেল তো আছেনই! তাই হ্যারি ব্রুকের নাম প্রত্যাহারও খুব বেশি প্রভাব ফেলবে না।

থাঙ্গারাসু নটরাজন ডেথ ওভারে দিল্লির ভরসা
দিল্লি ক্যাপিটালস

● থাঙ্গারাসু নটরাজন ফ্যাক্টর হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। বাঁহাতি এই পেসার বছরের পর বছর সানরাইজার্স হায়দরাবাদকে ডেথ ওভারে রান আটকানোর কাজ করেছেন। এবার তিনি খেলবেন দিল্লির হয়ে।

● নটরাজনের সঙ্গে দিল্লিতে পেসার হিসেবে আছেন মিচেল স্টার্ক ও মোহিত শর্মা। এ ছাড়া আছেন শ্রীলঙ্কার দুশ্মন্ত চামিরা ও ভারতের মুকেশ কুমারও। সঙ্গে ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর আছেন। সব মিলিয়ে দারুণ এক বোলিং আক্রমণ পেয়েছে দিল্লি।

দুর্বলতা

● অভিজ্ঞ নেতৃত্ব নেই দিল্লিতে। অক্ষর প্যাটেল এর আগে আইপিএল নেতৃত্ব দিয়েছেন মাত্র একটি ম্যাচে।

● অক্ষর ছাড়া প্রতিষ্ঠিত অলরাউন্ডারের ঘাটতি আছে দলটিতে। আছে তৃতীয় ম্পিনারেরও ঘাটতি। মানে স্পিন–সহায়ক উইকেটে গেলে বাড়তি স্পিনার খেলাতে হিমশিম খেতে পারে দলটি।

ট্রিস্টান স্টাবস
দিল্লি ক্যাপিটালস

প্রত্যাশা ও বাস্তবতা

● চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে দিল্লি। অক্ষরের নেতৃত্বে শক্তিশালী দলও গড়েছে তারা। এরপরও এই দলটির জন্য চ্যাম্পিয়ন হওয়া কঠিন।