মিরপুরে সাকিব: এটা কিন্তু রাজনীতির মাঠ নয়…
খবরটা ছড়িয়ে পড়ার পরই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠকর্মীদের মধ্যে ব্যস্ততা বেড়ে গেল। একজন ফোনে যোগাযোগ করে ফুলের ব্যবস্থা করলেন। আরেকজন মাঠকর্মীদের ডেকে নিয়ে যান মিরপুর স্টেডিয়ামের ইনডোরে। সেখানে গত ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচের পর আজ প্রথম ব্যাটিং অনুশীলনে নেমেছিলেন সাকিব আল হাসান।
এর মধ্যে সাকিবের জীবনে যে বিরাট বড় বাঁকবদল ঘটেছে, তা সবারই জানা। গতকালই জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব। রাতেই মাগুরা থেকে রওনা দিয়ে আজই মিরপুরে হাজির এই তারকা অলরাউন্ডার। সে জন্যই সাকিবকে নতুন করে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মাঠকর্মীরা।
ইনডোর থেকে ব্যাটিং অনুশীলন শেষে বেরিয়ে মাঠে আসতেই মাঠকর্মীরা সাকিবকে ফুলের মালা পরিয়ে দিয়েছেন। ফুল ছুড়ে মেরেছেন। এরপর ফটোসেশন এবং স্লোগান তো আছেই, ‘সাকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম।’
এটা কিন্তু রাজনীতির মাঠ নয়, ক্রিকেট মাঠ। আমরা আগের জায়গাতেই আছি।
সাকিব অবশ্য রাজনৈতিক সুরে স্লোগান শুনে হাসতে হাসতে বলেছেন, ‘এটা কিন্তু রাজনীতির মাঠ নয়, ক্রিকেট মাঠ। আমরা আগের জায়গাতেই আছি।’ রাজনীতির মাঠে অভিষেক হলেও সাকিব মাঠেরই মানুষ। সেটিই যেন মনে করিয়ে দিলেন এই তারকা অলরাউন্ডার।
আজ দুপুরে মাঠে ফেরার প্রস্তুতি নিতেই সাকিবের মিরপুরে আসা। কোচ নাজমূল আবেদীনের সঙ্গে প্রায় ২০ মিনিট মিরপুরের ইনডোরে ব্যাটিং করেছেন। বিসিবি ফিজিও বায়েজিদ ইসলাম ও মোজাদ্দেদ আলফা, ট্রেনার তুষার কান্তি হালদার ও চিকিৎসক মনজুর হোসাইনও ছিলেন সেখানে। ছিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও।
বিপিএলকে সামনে রেখেই সাকিবের এই প্রস্তুতি। এবার বিপিএলে সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম আসর।