বেয়ারস্টো–মঈন বাদ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সাদা বলের দলে একঝাঁক নতুন মুখ

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলীছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজের ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন মঈন আলী, জনি বেয়ারস্টো ও ক্রিস জর্ডান। তিনজনই ইংল্যান্ডের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন। সিনিয়র তিন খেলোয়াড় বাদ পড়ায় দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটার জর্ডান কক্স, ড্যান মৌসলি, জশ হাল, জন টার্নার ও জ্যাকব বেথেল।

পায়ের পেশির চোটে দ্য হানড্রেডে খেলতে পারেননি ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে পুরো ফিট বাটলারকেই অস্ট্রেলিয়া সিরিজে পাবে ইংল্যান্ড। ২০২৩ সালের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলা আর্চারও ফিরছেন অস্ট্রেলিয়া সিরিজে। হানড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে খেলেছেন আর্চার।

আরও পড়ুন

নতুন পাঁচ ক্রিকেটারই আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। তাঁদের মধ্যে হাল, টার্নার ও বেথেল ওয়ানডে সিরিজের দলেও আছেন। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর। আর শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শেষ হবে ১০ সেপ্টেম্বর।

বেয়ারস্টো দল থেকে বাদ পড়েছেন
এএফপি

তাই শ্রীলঙ্কা সিরিজে খেলা হ্যারি ব্রুক, ম্যাথু পটস, গাস আটকিনসন ও জেমি স্মিথ অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু ওয়ানডে সিরিজে খেলবেন। ১৯ সেপ্টেম্বর শুরু ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চোট পাওয়া মার্ক উড এবং হানড্রেডে চোট পাওয়া বেন স্টোকস স্বাভাবিকভাবেই দল নির্বাচনে বিবেচনায় ছিলেন না। ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে জো রুটকেও।

আরও পড়ুন

বেয়ারস্টো ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকেও বাদ পড়েছিলেন। ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৮৭ ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

তাঁর জায়গায় টেস্ট দলে জায়গা পাওয়া জেমি স্মিথও দুর্দান্ত খেলছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পেয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরিও। টেস্ট থেকে অবসর নেওয়া মঈন ইংল্যান্ডের হয়ে ২৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সর্বশেষ তিনটি বিশ্বকাপে ছিলেন দলের সহ-অধিনায়ক।

অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন আর্চার ও বাটলার
ইংল্যান্ড ক্রিকেটে

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার, জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, সাম কারেন, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মেহমুদ, ড্যান মৌসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার, জফরা আর্চার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, বেন ডাকেট, গাস আটকিনসন, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার, জেমি স্মিথ