এশিয়া কাপ খেলতে কোনোভাবেই পাকিস্তানে যাবে না ভারত

আইপিএল চেয়ারম্যান অরুন ধুমাল ও বিসিসিআই সচিব জয় শাহছবি: বিসিসিআই

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আগেই এশিয়া কাপ শুরুর দিনক্ষণ জানিয়েছে। ওয়ানডে সংস্করণে ৩১ আগস্ট থেকে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এবার এশিয়া কাপ আয়োজিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। যদিও পাকিস্তান এই টুর্নামেন্টের মূল আয়োজক।

ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি না হওয়ায় দ্বিতীয় ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিয়েছে এসিসি। এবার আইপিএল সভাপতি চেয়ারম্যান অরুণ ধুমাল সরাসরি জানিয়ে দিলেন, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। রোহিত শর্মার দল পাকিস্তানে যাবে না।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার ডারবানে আগামীকাল আইসিসির প্রধান নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বিসিসিআইয়ে সচিব জয় শাহ এই বৈঠকে যোগ দেবেন। জয় শাহর সঙ্গে এখন ডারবানে অবস্থান করছেন অরুণ ধুমাল। তিনি জানিয়েছেন, এশিয়া কাপের সূচি চূড়ান্ত করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতিনিধিদলের প্রধান জাকা আশরাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন জয় শাহ।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআই সচিব বলেছেন, ‘আমাদের সচিব পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে সাক্ষাৎ করে আগের কথাবার্তা অনুযায়ী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছেন। পাকিস্তানে লিগপর্যায়ে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত-পাকিস্তানের দুটি ম্যাচসহ শ্রীলঙ্কায় ৯টি ম্যাচ হবে, তবে দুই দল ফাইনালে উঠলে তৃতীয় ম্যাচটাও সেখানে হবে।’ এশিয়া কাপে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। দুটি গ্রুপের শীর্ষ দুটি করে দল নিয়ে মোট চার দলের ‘সুপার ফোর’ গ্রুপ হবে। সেখান থেকে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

আরও পড়ুন

পাকিস্তানের সংবাদমাধ্যম এর আগে দাবি করেছে, এশিয়া কাপ খেলতে পাকিস্তান আসবে ভারত ক্রিকেট দল। অরুণ ধুমাল জানিয়েছেন, এর কোনো সত্যতা নেই, ‘এমন কোনো আলোচনাই হয়নি। ভারত পাকিস্তানে যাবে না, এমনকি আমাদের সচিবও সেখানে যাবেন না, যদিও প্রতিবেদনে এর উল্টো দাবি করা হয়েছে। শুধু সূচিটাই চূড়ান্ত করা হয়েছে।’

২০১০ সালের মতো এবার শ্রীলঙ্কার ডাম্বুলায় পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। পাকিস্তান নিজেদের ঘরের মাঠে শুধু নেপালের বিপক্ষে ম্যাচটাই খেলবে। এর বাইরে পাকিস্তানে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে—আফগানিস্তান বনাম বাংলাদেশ, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ও শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান।