বিশ্বকাপে বাংলাদেশের দল যেমন হলো
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।
দলে ওপেনার মাত্র দুজন। টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যান ৫ জন। অধিনায়ক সাকিবের বাইরে বিশেষজ্ঞ স্পিনার ২জন। পেসার ৫জন। সাকিব আর মিরাজের পরিচয় যে অলরাউন্ডার, তা না বললেও চলে।
বিশ্বকাপ হবে প্রায় দেড়মাস ধরে। এত বড় এবং লম্বা টুর্নামেন্টে তৃতীয় ওপেনারের অনুপস্থিতি ভোগাতে পারে বাংলাদেশকে।
বিসিবির ফেসবুক পেজে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
প্রচুর আলোচনা ও জল্পনা–কল্পনার পর আজ বিশ্বকাপে নিজেদের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ফেসবুক পেজে আজ দুপুর ১টা ২৮ মিনিটে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায় বিসিবির লোগোসংবলিত বক্সে করে গুরুত্বপুর্ণ কিছু নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিও–র শেষে প্রশ্ন করা হয়েছে, বলুন তো ভেতরে কি?
ভেতরে কী?
গুরুত্ব বিবেচনায় এটা যে কোটি টাকার প্রশ্ন! চলতি নিউজিল্যান্ড সিরিজের মধ্যেই গত কয়েকদিন ধরে আলোচনা চলছে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিয়ে। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় আইসিসির বেঁধে দেওয়া সময় ২৮ সেপ্টেম্বর। এর মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে। পরে আইসিসির অনুমতি লাগবে। বিসিবি যেহেতু এখনো বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি এবং হাতে আর মাত্র দুই দিন সময় বাকি আছে, তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিতেও অসুবিধা হয়নি।
বিসিবির ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে বলা হয়েছে, ভেতরে কি আছে জানতে ‘আমাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত চোখ রাখুন।’
চোখ পুরো বাংলাদেশের—তামিম কি থাকবেন বিশ্বকাপ স্কোয়াডে?
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে নিউজিল্যান্ড–বাংলাদেশ তৃতীয় ওয়ানডে। কিন্তু এ ম্যাচ ছাপিয়ে সবাই অপেক্ষায় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হবে কখন? বিশেষ করে গতকাল রাত থেকে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক শুরুর পর এই আগ্রহে যেন ঘৃতাহুতি পড়েছে! বেশির ভাগের প্রশ্ন একটাই—তামিম কি থাকবেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে? তামিম নিজের ফিটনেস নিয়ে মুখ খোলার পর জানা গেছে ‘আনফিট’ তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে চান না অধিনায়ক সাকিব আল হাসান। কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও একই মত।
পাঠক, আপনার কি মনে হয়? তামিম কি থাকবেন বিশ্বকাপ স্কোয়াডে? ভোটে আপনার মত দিন।
বাইরে বিশ্বকাপ দল, মাঠে ১৭১!
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিয়ে যখন জল্পনা–কল্পনা তুঙ্গে তখন বাংলাদেশ দল কিন্তু মাঠে! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে ৩৪.৩ ওভারে ১৭১ রানে অলআউট হয় বাংলাদেশ। এই ম্যাচের লাইভ বিবরণী পেতে চোখ রাখতে পারেন প্রথম আলোয়।
ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেকেই ফিফটি তুলে নিয়ে আমিনুল ইসলামের রেকর্ড ভেঙেছেন নাজমুল।
চোখ রাখতে বলছে বিসিবি
বিসিবি নিজেদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে বিশ্বকাপ দল ঘোষণা ও জার্সি উন্মোচন হবে আজ।
বিশ্বকাপে বাংলাদেশের ‘অন্য’ প্রতিনিধি
আইসিসি এ মাসের শুরুতেই জানিয়েছিল বিশ্বকাপের উদ্ধোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ।
বাংলাদেশের এই আম্পায়ার অন ফিল্ড আম্পায়ার হিসেবে বিশ্বকাপে কয়টি ম্যাচ পরিচালনা করবেন সেটি গতকাল জানিয়েছে আইসিসি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচে আম্পায়ার থাকবেন শরফুদ্দৌলা।
দল ঘোষণায় দেরি!
বিসিবির ফেসবুক পেজে জানানো হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় ওয়ানডে শেষে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে।
বিশ্বকাপ দল ঘোষণার আগে চালচিত্র এমনই
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণায় তামিম ইকবাল নিয়ে যে বিতর্ক হচ্ছে, তা দেখে অবাক হওয়ার কিছু নেই। ১৯৯৯ সালে বাংলাদেশের অভিষেক বিশ্বকাপে বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের দলে অর্ন্তভুক্তি নিয়েও প্রচুর বিতর্ক হয়েছিল। ২০০৭ বিশ্বকাপের প্রেক্ষাপট একটু ভিন্ন ছিল। সেবার দল ঘোষণার আগেই বিতর্ক শুরু হয়েছিল—উইকেটকিপিংয়ে কে? মুশফিকুর রহিম না খালেদ মাসুদ?
২০১১ বিশ্বকাপের আগে চোটে পড়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। নিজেকে ফিট দাবি করলেও নির্বাচকেরা সেবার মাশরাফিকে বিশ্বকাপ দলে রাখেননি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফির সেই কান্না এখনো মনে রেখেছেন অনেকেই। এ নিয়ে তখন বেশ আলোচনাও হয়েছিল।
২০১৫ বিশ্বকাপের আগে আইনি ঝামেলায় জড়িয়ে ৮ জানুয়ারি জেলে গিয়েছিলেন পেসার রুবেল হোসেন। পরে জামিন নিয়ে বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন রুবেল। এরপর গত বিশ্বকাপে তাসকিন আহমেদের দলে সুযোগ না পাওয়া নিয়েও আলোচনা হয়েছে। চোট থেকে সেরে ওঠা তাসকিনের ম্যাচ ফিটনেস নেই বলেছিলেন নির্বাচকেরা। আর এ কারণে বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অঝোরে কেঁদেছিলেন তাসকিন।
শুধু বাংলাদেশই বাকি
৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দলের মধ্যে শুধু বাংলাদেশ বাদে সবগুলো দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। আজ ৯ম দল হিসেবে শ্রীলঙ্কাও নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে।
বাংলাদেশের বিশ্বকাপ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।
তামিম ইকবালকে নেওয়া হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। মাহমুদউল্লাহকে নেওয়া হয়েছে বিশ্বকাপ দলে।
বিশ্বকাপ খেলতে আগামীকাল ভারতের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল।
বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
আজ রাত ৮টা ১৬ মিনিটে বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করে দলে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা। জার্সি হাতে খেলোয়াড়েরা ভিডিওতে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
সাকিব বললেন...
বিসিবির প্রকাশ করা ভিডিওর শুরুতেই সাকিব আল হাসান। বিশ্বকাপে নিজের জার্সি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে বললেন, ‘আমি সাকিব আল হাসান। বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব।’
২০০৭, ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে খেলেছেন সাকিব।
মুশফিকের মুখে হাসি
ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে বসেছিলেন মুশফিকুর রহিম। জার্সির বক্সটা তাঁর হাতে ধরিয়ে দিতেই হাসি ফুটল মুখে। জার্সি নেড়েচেড়ে দেখার পর বললেন, ‘আস সালামু আলাইকুম। আমি মুশফিকুর রহিম। ইনশআল্লাহ আমি এবার বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। আমাদের জন্য দোয়া করবেন।’
বিশ্বকাপের দল নিয়ে সংবাদ সম্মেলন করছেন তিন নির্বাচক
আপনারা তো এবারের বিশ্বকাপের দলটা এরই মধ্যে পেয়ে গেছেন। তামিম ইকবালের তো অনেকদিন ধরেই ইনজুরি নিয়ে চিন্তা আছে। নিউজিল্যান্ড সিরিজের পর...সব কিছু বিবেচনা করেই, সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া। বিশ্বকাপে অনেকদিনের ব্যাপার। অনেক ম্যাচ আছে।
তামিমের দলে না থাকা প্রসঙ্গে যা বলছেন মিনহাজুল
ম্যানেজম্যান্টের মধ্যে কী আলোচনা হয়, সেটা তো এখানে ডিসক্লোজ করব না
‘আপনি দেখেন, কিছু কিছু ইনজুরি আছে আপনি ঝুঁকি নিতে পারেন না। টিম ম্যানেজমেন্ট কিন্তু বেকায়দায় পড়বে। আপনি দেখুন, নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচে...প্রথম ম্যাচ খেলেছে, দ্বিতীয় ম্যাচটা খেলেছে... এরপর কিন্তু শেষ ম্যাচে বিশ্রাম দিতে হয়েছে।’
‘তামিম অন্যতম সেরা। কিন্তু চোটের দুশ্চিন্তা থাকলে নিজেকে মেলে ধরা কঠিন। মেডিকেলের সঙ্গে আলোচনা করেছি, নিজেদের মধ্যে আলোচনা করেছি। এটা আগেই বলেছি, এখন দল ঘোষণা করা হয়েছে।’
কেন দল ঘোষণায় দেরি, যা বলছেন বাশার
আমাদের সঙ্গে কী হয়েছে সেটা তো আমাদের সঙ্গের ব্যাপার। দল নির্বাচন করতে যখন বসি... খেলোয়াড় হিসেবে তামিমের... আমরা সুস্থ-সবল তামিমকে পেতে... এটা নিয়ে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত ভাবতে হয়েছে। তাই দেরি হয়েছে।
মাশরাফির বোর্ডে আসা
আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এসেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তিনি কেন এসেছিলেন, সে প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেছেন--
আসলে মাশরাফি কিন্তু দল নির্বাচন করতে আসেনি। সে প্রেসিডেন্ট স্যারের সঙ্গে কথা বলতে এসেছে। এটা আমরা জানিও না। খেলোয়াড় হিসেবে আসতেই পারে।
যে কারণে দলে মাহমুদউল্লাহ
আগেই বলেছি, বিশ্বকাপের আগে যে কোনো খেলোয়াড়কে যে কোনো সিরিজে দেখব। ও পরিকল্পনাতেই ছিল। নিউজিল্যান্ড সিরিজে দেখেছি।
তামিমের বাদ পড়ার সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখেন?
তাহলে তামিমকে অবসর থেকে ফেরানো হলো কেন
দুটি প্রশ্ন। এক. মাসখানেক আগেও কি এমন ভাবতে পেরেছিলেন কেউ? মানে তামিম ইকবালকে ছাড়াই ২০২৩ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ—এমন কিছু কি ঘুণাক্ষরেও মাথায় এসেছিল? দুই. বিশ্বকাপ দলেই যদি না রাখা হবে, তাহলে গত জুলাইয়ে অবসর থেকে তামিমকে ফেরানো হলো কেন?