নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব। গত বছর শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারের পর ওয়ানডে সুপার লিগে সেরা সাতে থাকার সুযোগ হারানোয় বাছাইপর্ব খেলতে হবে নিগার সুলতানাদের।
ছয় দল ও ১৫ ম্যাচের এই বাছাইপর্ব ৯ এপ্রিল থেকে ১৯ এপ্রিল হবে পাকিস্তানের লাহোরে। আজ এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে সেরা দুই দল জায়গা করে নেবে নারী বিশ্বকাপে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মেয়েরা মুখোমুখি হবে আয়ারল্যান্ডে। একই দিনে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড। এই দুই ভেন্যুতেই হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোও।
১০ এপ্রিল নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ১৩ এপ্রিল আয়াল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
স্বাগতিক ভারতের সঙ্গে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলবে। বাংলাদেশ, আয়ারল্যান্ড ও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্বে খেলছে উইমেনস চ্যাম্পিয়নশিপে ৭-১০ নম্বরে শেষ করায়। থাইল্যান্ড ও স্কটল্যান্ড এই টুর্নামেন্টে জায়গা পেয়েছে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায়।
দিনের ম্যাচগুলো সকাল ১০টায় ও দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।