২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বলে তুকতাক করেই কি ইমামকে আউট করলেন পান্ডিয়া

ইমামকে আউট করার পর হার্দিক পান্ডিয়াছবি: আইসিসি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ২২ গজকে শুরু থেকে ব্যাটিং–সহায়ক মনে হচ্ছিল। এমন পিচে থিতু হতে একদমই সময় নেননি ইমাম–উল–হক।
দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজকে মেরেছেন ৩টি চার। এরপর যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়ার ওভার থেকেও তুলে নিয়েছেন একটি করে চার। সর্বশেষ বাউন্ডারিটি যাঁর বলে মেরেছিলেন, সেই পান্ডিয়ার বলেই আউট হয়েছেন ইমাম। আর সেই আউট নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।

পাকিস্তানের রান তখন ১২ ওভারে ১ উইকেটে ৬৮। ১৩তম ওভারটি করতে আসেন পান্ডিয়া। তাঁর প্রথম বলে সিঙ্গেল নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। স্ট্রাইকে গিয়ে দ্বিতীয় বলেই দারুণ কাটে চার মারেন ইমাম। পরের ডেলিভারিটির আগে পান্ডিয়াকে বল মুখের কাছে এনে বিড়বিড় করে কিছু একটা বলতে দেখা যায়। এরপর বলে ফুঁ–ও দেন। কী ‘মন্ত্র’ পড়েছেন, পান্ডিয়াই ভালো জানেন। তবে তাঁর ওই কিছু একটা বিড়বিড় করে বলা আর ফুঁ দেওয়ার পরের বলেই ঘটে বাজিমাত! আউট হয়ে যান ইমাম।

আরও পড়ুন

পান্ডিয়ার বলটি ছিল অফ স্টাম্পের বেশ বাইরে, সেটি তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন পাকিস্তানের ওপেনার। উদ্‌যাপন শুরুর আগে পাকিস্তানি ওপেনারকে বিদায় সম্ভাষণের মতো করে ‘সেন্ড অফ’ জানান পান্ডিয়া।
এর পরপরই ‘পান্ডিয়ার বল–পড়া’ ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ বিশ্বাসের বলে আর কেউবা মজার ছলে বলতে থাকেন, বলে মন্ত্র পাঠ করে জাদু করেছিলেন পান্ডিয়া। আর তাতেই আউট হয়েছে ইমাম।

পান্ডিয়া কী মন্ত্র পড়েছেন তিনিই সত্যিটা জানেন। তবে বল নিয়ে দৌড় দেওয়ার আগমুহূর্তে যেভাবে বিড়বিড় করেছেন, আর বল করতেই সেটা কাজে লেগে গেল, তাতে তুকতাক বা মন্ত্রপাঠ তত্ত্ব বেশ আলোচিতই হয়ে উঠেছে টুইটার–ফেসবুকে।