মুখ খোলার হুমকি দেওয়ায় আরও এক ম্যাচ নিষিদ্ধ হৃদয়

আম্পায়ারদের সঙ্গে তর্ক করছেন তাওহিদ হৃদয়। গতকাল আবাহনী–মোহামেডান ম্যাচেশামসুল হক

আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্ক করায় গতকাল এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তাওহিদ হৃদয়। মোহামেডান অধিনায়কের শাস্তি দ্বিগুণ হলো আজ। গতকালের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে আক্রমণাত্মক কথাবার্তা বলার শাস্তি হিসেবে আরও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে হৃদয়কে। জাতীয় দলের ব্যাটসম্যান বলেছিলেন শাস্তি পেলে ‘মুখ খুলবেন’ তিনি। এই ঘটনায় ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে হৃদয়কে।

কাল আবাহনীর মোহাম্মদ মিঠুনের বিপক্ষে পেসার ইবাদত হোসেনের বলে এলবিডব্লু আউট না দেওয়ায় ক্ষুব্ধ হন মোহামেডানের খেলোয়াড়রা। ঘটনার একপর্যায়ে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে তর্কে জড়ান হৃদয়, আঙুল উঁচিয়েও তাঁকে কথা বলতেও দেখা যায়।

আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে তর্কে জড়িয়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়
প্রথম আলো

এই ঘটনার জন্য এক ম্যাচ নিষিদ্ধ করা হয় হৃদয়কে। এরপর সাংবাদিকদের কাছে এসে মুখ খোলার হুমকি দিয়ে আম্পায়ারদের সমালোচনা করে তিনি বলেন, ‘তাঁরাও ভুল করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তাঁরা ভুল করতেই পারেন, মানুষমাত্রই ভুল করে, আমরাও করব! কিন্তু আমার কাছে মনে হয়, ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি, আমিও স্বীকার করব।’

আরও পড়ুন

হৃদয়ের কথা নিয়ে আজ আবারও আম্পায়ারদের সঙ্গে বৈঠকে বসেন ম্যাচ রেফারি। এরপর তাঁকে নতুন করে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৭ ও ২.৮ ধারা ভাঙার কারণে তাঁকে আরও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আরও ৮০ হাজার টাকা জরিমানাও গুনতে হবে তাঁকে। এ নিয়ে হৃদয়কে ফোন করা হলেও তিনি ধরেননি।

আরও পড়ুন