যুক্তরাষ্ট্রে মিসবাহ–আফ্রিদি–ইউনিসদের ‘জয়ের সফর’

যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের একদল সাবেক ক্রিকেটারএক্স

পাকিস্তান টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে একবারই—২০০৯ সালে। সেই দলটির ক্রিকেটাররা গেছেন যুক্তরাষ্ট্র সফরে, যেখানে জুনে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাবর আজমের দল। টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ও পাকিস্তানের সাবেক কোচ ও অধিনায়ক মিসবাহ উল হকের আশা, যুক্তরাষ্ট্রের মাটিতে ভালো করবে পাকিস্তান।

‘জয়ের সফর’ নামের এই সফরে ছিলেন পাকিস্তানের টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইউনিস খান, মিসবাহ, শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, শোয়েব মালিক, উমর গুল, আবদুর রাজ্জাক, কামরান আকমল ও ফাওয়াদ আলমরা।

জিও নিউজের খবরে বলা হয়, ২০০৯ টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়েরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ভ্রমণ করেছেন। সেখানে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান এবং ক্রিকেট ম্যাচে অংশ নেন তাঁরা। এবারের বিশ্বকাপ ভেন্যুর দেশে সাবেক বিশ্বকাপজয়ীদের সফর নিয়ে মিসবাহ জিও নিউজকে বলেন, ‘আমেরিকায় পাকিস্তান দল খুব ভালো করবে। পাকিস্তান গত বিশ্বকাপের ফাইনালে খেলেছে। এবার আমাদের দলে সব ধরনের খেলোয়াড় আছে, দলও ভালো অবস্থায় আছে।’

যুক্তরাষ্ট্রে খেলায় অংশ নেন ইউনিস–আফ্রিদিরা
এক্স

২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হওয়া পাকিস্তান দল এবার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপ নিয়েও আশাবাদী। সম্প্রতি পাকিস্তানের টি–টোয়েন্টি দলে ফেরানো হয়েছে ২০২১ সালে অবসর নেওয়া মোহাম্মদ আমিরকে। চোটের কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ মিস করা নাসিম শাহও চোট কাটিয়ে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে ফিরেছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মাঠ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে পাকিস্তান দলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে বলেও বিশ্বাস সাবেক এই অধিনায়কের, ‘আমাদের বিশ্বমানের বোলার এবং বিশ্বমানের ব্যাটসম্যান আছে। আমাদের দরকার শুধু তাদের সঠিক সময়ে পারফর্ম করা।’

পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের যুক্তরাষ্ট্রে ‘জিত কা সফর’ আয়োজন করেন রাফা আহমেদ নামে একজন। তিনি জানান, ভবিষ্যতে ভারত ও পাকিস্তান দলকেও এভাবে যুক্তরাষ্ট্র সফরে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন