টেন্ডুলকার–কোহলি বা ভারতীয় কেউ নন, বৈভব সূর্যবংশীর আদর্শ তাহলে কে

আলোচিত ক্রিকেটার বৈভব সূর্যবংশীইনস্টাগ্রাম

বৈভব সূর্যবংশী, ভারতের কিশোর ক্রিকেটার, বয়স তার মাত্র ১৩ বছর। এই বয়সেই ক্রিকেটীয় নানা কীর্তির কারণে খবরের শিরোনাম বৈভব। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক বছরে ৪৯টি সেঞ্চুরি করেছে সে।

এ কীর্তির কল্যাণেই সবাইকে চমকে দিয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়েছে বৈভব। ৩০ লাখ রুপির ভিত্তিমূল্যের বৈভবকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

এর পর থেকে তাকে নিয়ে আলোচনার পালে লেগেছে বাড়তি বাতাস। বৈভব কী করে, কোথায় থাকে, কী তার পরিচয়, তার পছন্দের ক্রিকেটারই–বা কে—এসব নিয়ে চর্চা হচ্ছে এখন। সম্প্রতি সনি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের হয়ে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ খেলা বৈভবকে প্রশ্ন করা হয়েছিল, তার আদর্শ ক্রিকেটার কে?

আরও পড়ুন

বৈভব এ প্রশ্নের উত্তরে যাঁর নাম বলেছে, তিনি ভারতের কেউ নন। এমনকি তার জন্মের আগেই সেই ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, সৌরভ গাঙ্গুলী বা রাহুল দ্রাবিড়দের সে সরাসরি কখনো খেলতে দেখেনি। তবে বিরাট কোহলিকে দেখে বড় হয়েছে সে; কিন্তু কোহলিও তার আদর্শ নন। বৈভবের আদর্শ কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ব্রায়ান লারা।

বৈভবের প্রিয় ক্রিকেটার ব্রায়ান লারা
এএফপি

নিজের আদর্শের কথা জানাতে গিয়ে বৈভব বলেছে, ‘ব্রায়ান লারা আমার আদর্শ। আমি তাঁর মতো খেলার চেষ্টা করি। এরপর আমি আমার যে দক্ষতা আছে, সেটা দিয়ে খেলার চেষ্টার করি এবং এর ওপর আরও কাজ করতে চাই।’

আইপিএলের মেগা নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি হওয়া নিয়ে ভেসে যেতে চায় না বৈভব। পা মাটিতেই রাখতে চায় সে, ‘আমি এখন নিজের খেলায় মনোযোগ দিচ্ছি। আমার চারপাশে যা ঘটছে, তা নিয়ে মাথাব্যথা নেই। সবার আগে আমি এশিয়া কাপে (অনূর্ধ্ব-১৯) মনোযোগ দিতে চাই।’