শেফার্ডের এক ওভারেই ম্যাচ জিতে নিল মুম্বাই

মাত্র ১০ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন রোমারিও শেফার্ডএএফপি

১৯ ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ানসের রান ছিল ৫ উইকেটে ২০২। ১৯ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের রান ৫ উইকেটে ২০১।

শেষ ওভারের আগপর্যন্ত রান সংখ্যায় প্রায় সমান হলেও ম্যাচটা জিতেছে মুম্বাই। কারণ শেষ ছয় বলেই ব্যবধান গড়ে দিয়েছেন রোমারিও শেফার্ড। মুম্বাইয়ের শেফার্ড ২০তম ওভার থেকে একাই তুলেছেন ৩২ রান। ৪টি ছক্কা, ২টি চার।

কিন্তু রানতাড়ায় নামা দিল্লির হয়ে শেষ ওভারে কেউ শেফার্ড হয়ে উঠতে পারেননি। শেষ ছয় বলে মাত্র ৪ রান ওঠায় দিল্লি হেরেছে ২৯ রানের ব্যবধানে।

এবারের আসরে পাঁচ ম্যাচে দিল্লির চতুর্থ হার এটি। আর চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় মুম্বাইয়ের।

দিল্লির হয়ে শেষ ওভারে শেফার্ডের মতো ইনিংস খেলার সম্ভাবনা ছিল ত্রিস্তান স্টাবসের। দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি ব্যাটসম্যান মাত্র ২৫ বলেই তুলে ফেলেছিলেন ৭১ রান। ৭টি ছয় আর ৩টি চারে যেভাবে ঝড় তুলেছেন, তাতে শেষ ওভারেও বড় শটের অপেক্ষায় ছিলেন দিল্লি সমর্থকেরা।

মুম্বাইয়ের হয়ে ২৫ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন ত্রিস্তান স্টাবস
এএফপি

কিন্তু জেরাল্ড কোয়েৎজির করা শেষ ওভারে স্ট্রাইকেই যেতে পারেননি স্টাবস। ললিত যাদব প্রথম দুই বলে দুই রান নেওয়ার পর তৃতীয় বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। নেমেই পরের বলে আউট ইমপ্যাক্ট খেলোয়াড় কুমার কুশাগরা। পঞ্চম বলে ঝাই রিচার্ডসন দুই রান নিয়ে ষষ্ঠ বলেই আউট।

একপ্রান্তে দাঁড়িয়ে স্টাবস শুধু হারই দেখে গেলেন দলের।

স্টাবসের আগে দিল্লিকে ভালো শুরু এনে দিয়ে যান পৃথ্বি শ ও অভিষেক পোরেলরা। শ ৪০ বলে ৬৬ আর পোরেল ৩১ বলে ৪১ রান করে ফেরার পর স্টাবসই এগিয়ে নেন দলকে।

আরও পড়ুন

এর আগে মুম্বাইকে ২৩৪-এ পৌঁছে দেওয়ার পথে প্রথম কাজটি করেন দুই ওপেনার রোহিত শর্মা ও ঈষান কিষান। রোহিত ২৭ বলে ৪৯ আর কিষান ২৩ বলে ৪২ করে ফেরার পর অধিনায়ক হার্দিক পান্ডিয়া খেলেন ৩৩ বলে ৩৯ রানের ইনিংস।

মুম্বাই–দিল্লি ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস
এএফপি

এরপরও অবশ্য ১৬ ওভার শেষে মুম্বাইয়ের রান ১৫০। সেখান থেকে শেষ চার ওভারে ৮৪ রান যোগ করেন টিম ডেভিড ও শেফার্ড। ডেভিড খেলেন ২১ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস। তাঁকে এক পাশে আটকে রেখে ২০তম ওভারের পুরোটা ব্যাট করেন শেফার্ড। গায়ানার ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান আনরিখ নর্কিয়ার প্রথম বলে চার, এর পরের তিন বলে টানা তিন ছয় মারেন। পঞ্চম বলে আরেকটি চারের পর ষষ্ঠ বলে আবারও ছয়। ৬ বলে ৩২ রান তুলে দলকে দেন জয়ের ভিত্তি, নিজে অপরাজিত থাকেন ১০ বলে ৩৯ রানে।

শেষ পর্যন্ত এই পারফরম্যান্সই তাঁকে এনে দেয় ম্যাচসেরার স্বীকৃতি। দলও পায় মৌসুমের প্রথম জয়।

আরও পড়ুন