সারা দিন ব্যাটিং করে রহমত শাহ–হাশমতউল্লাহ শহীদিরা যে সব রেকর্ড ভাঙলেন
বুলাওয়েতে বড় ঘটনাই ঘটেছে। জিম্বাবুয়ে-আফগানিস্তান টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে ৯৫ ওভার, উইকেট পড়েনি একটিও। সারাটা দিনই ব্যাটিং করেছেন আফগানিস্তানের দুই ব্যাটসম্যান রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদি। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ২৬তমবার পুরো দিনে কোনো উইকেট পড়েনি। টেস্ট ক্রিকেট সর্বশেষ এমন উইকেটশূন্য দিন দেখেছে ২০১৯ সালে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউন টেস্টে। তৃতীয় দিনে দুই দলই ব্যাটিং করলেও বোলাররা নিতে পারেননি একটি উইকেটও। ৩৪৪ রান উঠেছিল সেদিন।
বুলাওয়েতে শনিবার তৃতীয় দিনটা আফগানিস্তান শুরু করে ২ উইকেটে ৯৫ রান নিয়ে। তৃতীয় দিনে শেষ দলটির রান ২ উইকেটে ৪২৫। ৪৯ রানে দিন শুরু করা রহমত শাহ অপরাজিত আফগান টেস্ট রেকর্ড ২৩১ রান করে। ৩৬১ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে রহমতের সঙ্গী শহীদি অপরাজিত ১৪১ রানে। তবে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে ১৬১ রানে পিছিয়ে আছে আফগানিস্তান।
আফগানিস্তানের হয়ে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলার পথে রহমত ভাগ্যের ছোঁয়া ভালোভাবেই পেয়েছেন। জিম্বাবুইয়ানরা চারবার ক্যাচ ছেড়েছেন তাঁর। আর তাতেই শহীদির ২০০ রানের রেকর্ড পেরিয়ে যেতে পেরেছেন রহমান। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ২০০ রানে অপরাজিত ছিলেন শহীদি। আজ শহীদির করা অপরাজিত ১৪১ রানের ইনিংসটি আফগান টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। তৃতীয় সর্বোচ্চ ১৬৪ রানের ইনিংসটি আসগর আফগান খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষেই।
রেকর্ড হয়েছে জুটিতেও। ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে আসগর আফগান ও হাশমতউল্লাহ শহীদি চতুর্থ উইকেটে যোগ করেছিলেন ৩০৭ রান। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শহীদি-রহমতের ৩৬১ রানের চেয়ে বড় জুটি আছে শুধু একটিই। ২০০৪ সালে বুলাওয়েতেই শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও কুমার সাঙ্গাকারা দ্বিতীয় উইকেটে যোগ করেছিলেন ৪৩৮ রান। রহমত-শহীদিরা কি রেকর্ডটা ভাঙতে পারবেন?
রহমত ২৩১ রান করেছেন ৪১৬ বলে, মেরেছেন ২৩টি চার ও ৩টি ছক্কা। অধিনায়ক শহীদির ১৪১ এসেছে ২৭৬ বলে। ইনিংসটি সাজানো ১৬টি চারে।