চ্যাম্পিয়নস ট্রফিতে কোন দলের জার্সি কেমন হলো

আইসিসি টুর্নামেন্ট মানেই নতুন নতুন জার্সি। কোন দলের জার্সি কেমন হলো, এ নিয়ে কৌতূহল থাকে অনেক ক্রিকেট–ভক্তেরই। নানাজনের নানা মত থাকে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া ৮ দলের জার্সি কেমন হলো?যদিও ৮ দলের জার্সি দেখার সুযোগ এখনো হয়নি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার জার্সি যে এখনো উন্মোচিতই হয়নি। বাকি ৬ দেশের জার্সি কেমন হলো, সেটা ছবির গল্পে দেখে নেওয়া যাক—
১ / ৬
নীল রঙের জার্সিতে রোহিতদের কাঁধের পাশে এবার দেখা যাচ্ছে ত্রিবর্ণের জাতীয় পতাকার রং
আইসিসি
২ / ৬
বাংলাদেশের জার্সিতে এবারও থাকছে ঐতিহ্যবাহী সবুজ ও লাল রঙের নকশা। পোশাকের নিচের অংশে খোদাই করা রয়েছে একটি বাঘ
আইসিসি
৩ / ৬
কেইন উইলিয়ামসনরা পরবেন গাঢ় কালো রঙের জার্সি, যেখানে বুকে থাকবে রূপালি ফার্ন
আইসিসি
৪ / ৬
ঘরের মাঠের চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তান ফিরিয়ে এনেছে পুরোনো জার্সির ডিজাইন। বাবর আজমদের শার্টের রং হালকা সবুজ, আর ট্রাউজারের রং গাঢ় সবুজ। অনেকটা ১৯৯২ ও ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের মতো
আইসিসি
৫ / ৬
রশিদদের কাছে ক্রিকেট যে শুধু খেলা না, সেটাই আরেববার প্রকাশ পেয়েছে জার্সিতে। নবী-রশিদদের জার্সিতে এমন কিছু প্রতীক রাখা হয়েছে, যা তাঁদের ঐক্যের চেতনার প্রতিফলন ঘটায় এবং আফগানিস্তানের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে
আইসিসি
৬ / ৬
দক্ষিণ আফ্রিকা তো জার্সি উন্মোচনের সময়েই ঘোষণা দিয়েছে তাদের জার্সি শুধু জার্সিই নয়! এটি আবেগ, গর্ব এবং নিরলস সাধনার প্রতীক!
আইসিসি