বাংলাদেশের হয়ে বড় টুর্নামেন্ট জিততে চান মিরাজ

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন মোহামেডানেশামসুল হক

বাংলাদেশের ক্রিকেট এখন নতুনদের হাতে। দিনকয়েকের ব্যবধানে মুশফিকুর রহিম ওয়ানডে ও মাহমুদউল্লাহ বিদায় বলেছেন সব সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটকেই। দেশের ক্রিকেটের দায়িত্ব এখন নতুন একটা প্রজন্মের হাতে। তাঁরা কতটুকু এগিয়ে নিতে পারবেন, এটা নিয়ে অবশ্য সংশয়ও আছে বেশ।

কাল বিসিবি পরিচালক নাজমূল আবেদীন বলেছেন, ‘নতুনরাও যোগ্য’ এই বিশ্বাস ছড়িয়ে দিতে হবে। এ প্রজন্মের ক্রিকেটারদের নেতৃত্বে অন্যতম বড় নাম মেহেদী হাসান মিরাজ। প্রায় এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ার তাঁর। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে মিরাজের ভাবনা কী?

দুই-আড়াই বছর বাকি আছে বিশ্বকাপের, এখন থেকেই দলের একটা সেটআপ ঠিক করতে হবে। কারা খেলবে, কোন পজিশনে খেলবে, তা নিয়ে অনুশীলন করতে হবে। খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। সবাই সবাইকে ব্যাক করতে হবে।
মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ

মিরপুরে মোহামেডান-লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচের পর আজ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সবাইকে একটা সময় নিজের জায়গা থেকে সরে যেতে হয়। তাঁদের (আগের প্রজন্মের) যে ভূমিকা ছিল, তাঁরা বাংলাদেশকে একটা ধাপে নিয়ে এসেছেন। আমাদের কাজ থাকবে এখান থেকে আরেকটা ধাপে নিয়ে যাওয়া। আমরা এখনো একটাও ট্রফি জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে যেকোনো বড় টুর্নামেন্টে যেন একটা ট্রফি জিততে পারি, তখন এটা আমাদের প্রজন্মের জন্য ভালো হবে।’

প্রিমিয়ার লিগে আজ ৪ উইকেট পেয়েছেন মিরাজ
প্রথম আলো

প্রায় প্রতিটি টুর্নামেন্টেই বাংলাদেশের ব্যর্থতার পর কারণ হিসেবে বলা হয় প্রস্তুতির ঘাটতির কথা। ভবিষ্যতেও যেন এমন কিছু বলতে না হয়, সেটি নিশ্চিত করতে কী করতে হবে, সেটি বললেন মিরাজ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তাই এখনই পরিকল্পনার করতে হবে বলে মনে করেন জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার, ‘এটা একটা প্রক্রিয়া (প্রস্তুতি)। এখন থেকে এটার সিদ্ধান্ত নিতে হবে এবং স্ট্রিক্ট থাকতে হবে। দুই-আড়াই বছর বাকি আছে বিশ্বকাপের, এখন থেকেই দলের একটা সেটআপ ঠিক করতে হবে। কারা খেলবে, কোন পজিশনে খেলবে, তা নিয়ে অনুশীলন করতে হবে। খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। সবাই সবাইকে ব্যাক করতে হবে।’

আরও পড়ুন

খেলোয়াড়দের বিশ্বকাপ সামনে রেখে টানা সুযোগ দেওয়ার কথাও বলেছেন মিরাজ, ‘প্রত্যেকের সঙ্গে সমন্বয় করা খুবই গুরুত্বপূর্ণ। একটা খেলোয়াড়কে প্রতিষ্ঠিত করতে গেলে তাঁকে সুযোগ দিতে হবে। বিশ্বকাপের আগে যতগুলো ওডিআই আছে, সুযোগ দিতে হবে। আমাদের লম্বা সময় ধরে প্রস্তুতি নিতে হবে। দুই–তিন মাস আগে বিশ্বকাপের প্রস্তুতি নিলে (সাফল্য পাওয়া) কঠিন হবে।’

মিরাজ যখন বাংলাদেশের অধিনায়ক
ছবি: সিডব্লুআই

জাতীয় দলের নেতৃত্ব নিয়েও এখন আলোচনা আছে। ইতিমধ্যে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন। অধিনায়কত্ব পাওয়ার ব্যাপারে আগ্রহ আছে বলে জানিয়েছেন মিরাজও। তবে এখনো তাঁর সঙ্গে এ নিয়ে বিসিবির কোনো আলাপ হয়নি বলে জানিয়েছেন।

আরও পড়ুন