তাসকিনকে কি ছুঁতে পারবেন খালেদ

২৫ উইকেট নিয়ে সবার ওপরে তাসকিন আহমেদশামসুল হক

বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা করেই বিদায় নিয়েছেন তাসকিন আহমেদ। সাকিব আল হাসানের রেকর্ড ভাঙা তাসকিনের দল দুর্বার রাজশাহীর বিদায়ঘণ্টা বেজেছে প্রথম পর্বেই। আগামীকালের ফাইনালে শেষেও তাসকিনের সবার ওপরে থাকার সম্ভাবনাই বেশি। নিকট প্রতিদ্বন্দ্বী চেয়ে যে ৫ উইকেটে এগিয়ে বাংলাদেশের পেস তারকা।

২০ উইকেট নিয়ে তাসকিনের পরেই আছেন তিন পেসার ফাহিম আশরাফ, আকিফ জাভেদ ও খালেদ আহমেদ। পাকিস্তান পেসার আকিফের রংপুর রাইডার্স বিদায় নিয়েছে এলিমিনেটর থেকে। আরেক পাকিস্তানি ফাহিমের ফরচুন বরিশাল ফাইনালে উঠেছে। তবে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়া ফাহিম দেশে ফিরে গেছেন।

তাসকিন ছোঁয়া বা পেছনে ফেলার সুযোগ আছে শুধু চিটাগং কিংসের খালেদের। কাজটা অবশ্য কঠিন। তাসকিনকে ছুঁতেই যে ৫ উইকেট দরকার বাংলাদেশের এই পেসারের।

আরও পড়ুন

সাত দলের শীর্ষ বোলার

ফরচুন বরিশাল
২০, ফাহিম আশরাফ
১০, তানভীর ইসলাম
৮, জাহানদাদ খান
৮, মোহাম্মদ নবী

২০ উইকেট পেয়েছেন চিটাগং কিংসের খালেদ আহমেদ
প্রথম আলো

চিটাগং কিংস
২০, খালেদ আহমেদ
১৫, আলিস আল ইসলাম
১৩, শরীফুল ইসলাম

খুলনা টাইগার্স
১৭, আবু হায়দার
১৪, হাসান মাহমুদ
১৩, নাসুম আহমেদ
১৩, মেহেদী হাসান মিরাজ

রংপুর রাইডার্স
২০, আকিফ জাভেদ
১৭, খুশদিল শাহ
১২, মোহাম্মদ সাইফউদ্দিন

আরও পড়ুন

দুর্বার রাজশাহী
২৫, তাসকিন আহমেদ
১০, মৃত্যুঞ্জয় চৌধুরী
৭, এস এম মেহরব
৭, মোহর শেখ
৭, রায়ান বার্ল

ঢাকা ক্যাপিটালস
১৩, মোস্তাফিজুর রহমান
৮, মোসাদ্দেক হোসেন
৬, আলাউদ্দিন বাবু
৬, মুকিদুল ইসলাম

সিলেট স্ট্রাইকার্স
১৬, তানজিম হাসান
৯, রুয়েল মিয়া
৬, সামিউল্লাহ শিনোয়ারি

আরও পড়ুন