লায়নের অ্যাশেজ কি শেষ

নাথান লায়ন কি এবারের অ্যাশেজে আর মাঠে নামতে পারবেন?রয়টার্স

অ্যাশেজে লর্ডস টেস্ট তাঁর জন্য মাইলফলকের। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা ১০০তম টেস্ট খেলতে নেমেছিলেন। কিন্তু মাইলফলক স্পর্শ করা ম্যাচই এখন নাথান লায়নের পথচলায় বড় ধাক্কা হয়ে এসেছে। লর্ডস টেস্ট তো বটেই, খুব সম্ভবত অ্যাশেজে পরের তিন টেস্টেও তাঁর মাঠে নামা হবে না।

লায়ন পায়ে চোট পেয়েছেন লর্ডস টেস্টের দ্বিতীয় দিন বিকেলে। ফিল্ডিংয়ে বেন ডাকেটের একটি শট আটকাতে গিয়ে পায়ের নিচের অংশে টান পড়ে তাঁর। তাৎক্ষণিকভাবে বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে ফিজিওর দ্বারা চিকিৎসা নিলেও পরে ড্রেসিংরুমে উঠে যান। তৃতীয় দিন সকালে দলের সঙ্গে মাঠে এলেও হেঁটেছেন ক্রাচে ভর করে।

পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক বিবৃতিতে জানানো হয়, লায়নের ‘পায়ের পেছনের মাংসপেশির চোট গুরুতর’। তাঁর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা দরকার বলেও উল্লেখ করা হয়।

নাথান লায়নের পায়ের পেছনের মাংসপেশির টান লেগেছে
রয়টার্স

অস্ট্রেলিয়া অবশ্য লায়ন কবে মাঠে ফিরতে পারবেন, এ বিষয়ে কিছু জানায়নি। তবে লর্ডস টেস্ট শেষ হওয়ার পর চোটের হালনাগাদ জানানো হবে বলে উল্লেখ করা হয়। এর আগে ম্যাচের দ্বিতীয় দিন শেষে স্টিভেন স্মিথ জানিয়েছিলেন, লায়নকে তাঁরা বেশ কিছু দিনের জন্য মিস করতে পারেন।

আরও পড়ুন

এজবাস্টন টেস্টের দুই ইনিংসে ৪টি করে মোট ৮ উইকেট নিয়েছিলেন লায়ন। লর্ডসে চোটে পড়ার আগে ১৩ ওভার হাত ঘুরিয়ে নেন জ্যাক ক্রলির উইকেট, যা টেস্টে তাঁর ৪৯৬তম উইকেট। প্রথম টেস্টের ছন্দ ধরে রাখতে পারলে টানা ১০০তম টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারতেন। সেটি যে হচ্ছে না, তা এখনই নিশ্চিত। লায়নের ভাবনা এখন দ্রুত সুস্থ হয়ে ওঠা ও মাঠে ফেরা নিয়ে।

লায়নের অনুপস্থিতিতে অ্যাশেজের তৃতীয় টেস্টে দেখা যেতে পারে টড মারফিকে। ২২ বছর বয়সী এই অফস্পিনার এ বছরের শুরুতে অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ৭ উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন