বিশ্বকাপ দলে যোগ দিচ্ছেন টিম সাউদি

টিম সাউদিছবি: রয়টার্স

লর্ডসে ১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। এরপর অস্ত্রোপচার করানো হয় তাঁর আঙুলে। বিশ্বকাপ শুরুর আগে তাঁর সুস্থ হয়ে ওঠা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু সেই শঙ্কা দূর করে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়েছেন ৩৪ বছর বয়সী এ পেসার।

আরও পড়ুন

ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের সঙ্গে যোগ দিতে আগামী শনিবার ভারতের উদ্দেশে উড়াল দেবেন সাউদি। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী দিনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। এ ম্যাচের আগেই ফিট হয়ে ওঠার আশায় আছেন সাউদি। সেটি করতে পারলে এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পেলে সাউদির ক্যারিয়ারে এটি হবে পঞ্চম বিশ্বকাপ।

সাউদি চোট পেলেও তাঁকে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কাইল জেমিসন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলেও রিজার্ভ হিসেবে থাকবেন দলের সঙ্গে। গতকাল শেষ হওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে দলের সঙ্গে ছিলেন জেমিসন। সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড।

আরও পড়ুন

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান সাউদি। স্লিপে জো রুটের ক্যাচ ধরতে গিয়ে তাঁর আঙুলের হাড় স্থানচ্যুত হয়। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার পর জানানো হয়েছিল, সাউদি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে পারবেন কি না, সে বিষয়ে আগামী সপ্তাহের শুরুর দিকে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজিল্যান্ড দলে এমনিতেই চোট নিয়ে দুশ্চিন্তা আছে। গত আইপিএলে এসিএল চোটে পড়েছিলেন কেইন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক এখনো এই চোট থেকে পুরো সুস্থ হয়ে উঠতে পারেননি। বিশ্বকাপের শুরু থেকেই নিউজিল্যান্ড তাকে পাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।

ক্রাইস্টচার্চ থেকে আজ বুধবার নিউজিল্যান্ড দলের আরেকটি অংশ ভারতের উদ্দেশে উড়াল দেবে। বাংলাদেশ থেকে যাবে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের আরেকটি অংশ।