অমিতাভ–শাহরুখকে ছাড়িয়ে ধোনি
ভারতের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনালে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২০২০ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে। মহেন্দ্র সিং ধোনি এর পর থেকে শুধু আইপিএলটাই খেলছেন। খুব সম্ভবত আগামী বছরের আইপিএল দিয়ে বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনকে বিদায়ও বলে দেবেন।
আন্তর্জাতিক অঙ্গন থেকে কয়েক বছর আগে অবসর নেওয়া খেলোয়াড়ের প্রতি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কমে যাওয়ার কথা; কিন্তু ধোনির ক্ষেত্রে হয়েছে উল্টোটা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভারতের সর্বজয়ী অধিনায়কের বাজারমূল্যও বেড়ে চলেছে। সেটা এতটাই যে বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের চেয়েও বেশি!
সম্প্রতি ভারতীয় সেলিব্রিটিদের নিয়ে এনডোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে টিএএম মিডিয়া রিসার্চ। এটি আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা যুক্তরাষ্ট্রের এসি নিয়েলসেন ও যুক্তরাজ্যের কান্টার গ্রুপ লিমিটেডের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। টিএএম মিডিয়া রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, এ বছরের প্রথমার্ধ (জানুয়ারি থেকে জুন) পর্যন্ত ৪২টি কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে মহেন্দ্র সিং ধোনি চুক্তিবদ্ধ।
২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধোনির সঙ্গে চুক্তি ছিল ৩২টি ব্র্যান্ডের। এ বছরের প্রথম ছয় মাসে ব্র্যান্ডের সংখ্যা ১০টি বেড়ে যাওয়ায় ভারতের সাবেক অধিনায়ক ছাড়িয়ে গেছেন বলিউড শাহেনশাহ অমিভাত বচ্চন ও বলিউড বাদশাহ শাহরুখ খানকে। ৮২ বছর বয়সী অমিতাভের সঙ্গে ৪১টি ব্র্যান্ডের চুক্তি আছে, ৫৯ বছর বয়সী শাহরুখের সঙ্গে ৩৪টি ব্র্যান্ডের।
৪৩ বছর বয়সী ধোনি সম্প্রতি ইউরোগ্রিপ টায়ার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। নামীদামি ব্র্যান্ডগুলোর মধ্যে গাল্ফ অয়েল, ক্লিয়ারট্রিপ, মাস্টার কার্ড, সিতরোয়েন, লেই’স, গারুদা অ্যারোস্পেসের পণ্যদূত, বাণিজ্যিক দূত অথবা শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি।
ব্র্যান্ডের সঙ্গে চুক্তিতে শীর্ষ ১০ ভারতীয় সেলিব্রিটি
* এ বছরের জুন পর্যন্ত।
সর্বোচ্চ এনডোর্সমেন্টে ভারতের শীর্ষ পাঁচ সেলিব্রিটির মধ্যে ধোনিই একমাত্র ক্রিকেটার, বাকি চারজন রুপালি পর্দার তারকা। ধোনি, অমিতাভ, শাহরুখের পর চারে আছেন কারিনা কাপুর, পাঁচে অক্ষয় কুমার।
তবে শীর্ষ দশে আরও দুই ক্রিকেটার আছেন—সৌরভ গাঙ্গুলী ও বিরাট কোহলি। ভারতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ডপ্রধান সৌরভ বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালকের দায়িত্বে আছেন। এ ছাড়া ধারাভাষ্যকার ও উপস্থাপক হিসেবে কাজ করছেন। তাঁর সঙ্গে বর্তমানে ২৪টি ব্র্যান্ডের চুক্তি আছে।
কোহলি বিশ্ব ক্রিকেটের শীর্ষ তারকাদের একজন হওয়ায় ব্র্যান্ড ও বিজ্ঞাপনের জগতে চাহিদা অনেক। পুমা, এমআরএফ, পেপসি, কোলগেট, অডি, তিসো, স্যামসোনাইট, ভালভোলিন, পিএনবির মতো কোম্পানি ও প্রতিষ্ঠানে পণ্যদূত, বাণিজ্যিক দূত অথবা শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন এই তারকা ব্যাটসম্যান। তাঁর সঙ্গে চুক্তি আছে ২১টি ব্র্যান্ডের।
৪২টি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকা ধোনি গত বছর চেন্নাই সুপার কিংসকে পঞ্চমবারের মতো আইপিএলের শিরোপা জিতিয়ে অধিনায়কত্ব ছেড়ে দেন। সৌদি আরবের জেদ্দায় গত নভেম্বরে মেগা নিলামের আগে তাঁকে চার কোটি রুপিতে ধরে রেখেছে চেন্নাই।