বিদেশি কোচদের কথা বুঝতে পাকিস্তান দলে দোভাষী চাইছেন নাসিম

পাকিস্তানি পেসার নাসিম শাহইনস্টাগ্রাম

১৩ মাস পর টেস্ট দলে ফিরেছেন পাকিস্তান পেসার নাসিম শাহ। গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন নাসিম। এরপর চোটের কারণেই মূলত সাদা পোশাকের ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে তাঁকে। বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্টে ফেরা নাসিম সিরিজের আগে সাংবাদিকদের ভাষাগত সমস্যার কথা তুলে ধরেছেন।

লাল বলে পাকিস্তানের প্রধান কোচ অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। এ ছাড়া পাকিস্তানের কোচিং ইউনিটে আরও বিদেশি স্টাফ আছেন। তাঁদের নির্দেশনা বোঝার জন্য দোভাষী বা অনুবাদক প্রয়োজন মনে করছেন নাসিম।

আরও পড়ুন

সাংবাদিকদের নাসিম বলেছেন, ‘বিদেশি কোচদের সঙ্গে যোগাযোগে ভাষা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। অনুবাদ করার জন্য আমাদের একজনকে দরকার। নিজের ভাষায় যোগাযোগ করা অনেক সহজ।’

সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলে নিয়মিত নাসিম
রয়টার্স

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হেরে বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকে। সে প্রসঙ্গও আসে নাসিমের কথায়, ‘আমরা যে বাজে ক্রিকেট খেলছি, এটা অস্বীকার করার উপায় নেই। সমালোচনা খেলারই একটা অংশ, পারফরম্যান্স ভালো না হওয়ার আগ পর্যন্ত এটা সইতে হবে। দারুণভাবে ফেরার জন্য, ভালো ক্রিকেট, দল হিসেবে পারফর্ম করার জন্য এটা একটা সুযোগ। এমনটাই এখন আশা করছি।’

আরও পড়ুন

২০১৯ সালের নভেম্বরে টেস্টে অভিষেক হওয়া নাসিম এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ১৭টি, উইকেট নিয়েছেন ৫১টি। এত দিন পর টেস্টে ফেরা নিয়ে নাসিম বলেছেন, ‘১৩ মাস ধরে লাল বলের ক্রিকেট খেলিনি। অনেক দিন পর টেস্ট খেলা সহজ নয়। আন্তর্জাতিক ক্রিকেটের নিজস্ব একটা চাপ আছে, আমরা কঠোর পরিশ্রম করছি।’
২১ আগস্ট শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান প্রথম টেস্ট।