১৩৩ ছক্কা মারা বিধ্বংসী চারজনে এবারও আস্থা হায়দরাবাদের

হেড-অভিষেক ও ক্লাসেন-নীতীশসানরাইজার্স হায়দরাবাদ
আরও একটি আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ, আরও একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উন্মাদনায় মাতবে ক্রিকেট-বিশ্ব। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা...

সানরাইজার্স হায়দরাবাদ

অধিনায়ক: প্যাট কামিন্স
কোচ: ড্যানিয়েল ভেট্টোরি
শিরোপা: ১টি (২০১৬)
স্কোয়াড: ২০ জন
ভারতীয়: ১৩ জন
বিদেশি: ৭ জন

রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): হাইনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নীতীশ কুমার রেড্ডি
নিলামে কেনা: ঈশান কিষান, মোহাম্মদ শামি, হর্ষাল প্যাটেল, রাহুল চাহার, অভিনব মনোহর, অ্যাডাম জাম্পা, সিমারজিৎ সিং, ঈশান মালিঙ্গা, উইয়ান মুল্ডার, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস, জিশান আনসারি, অনিকেত বর্মা, অথর্ব তাইদে, শচীন বেবি

শক্তি

● হেড-অভিষেক ও ক্লাসেন-নীতীশ—এই চারজন মিলে গত আইপিএল মৌসুমে ছক্কা মেরেছেন ১৩৩টি। বিধ্বংসী চার ব্যাটসম্যানকেই ধরে রাখতে পেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। সঙ্গে এবার হায়দরাবাদ দলে নিয়েছে ঈশান কিষানকে। বাঁহাতি এই ব্যাটসম্যানকে ৭ মৌসুম পর ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ভারতীয় দল থেকেও আছেন দূরে। নিজেকে প্রমাণের জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর পাবেন না!

● গত মৌসুমে ওভারপ্রতি ১৩.২১ রান করে তুলেছেন অভিষেক ও হেড। এই ওপেনিং জুটি থেকে গড়ে প্রায় ৫০ রান করে পেয়েছে দলটি। এরপর মিডল অর্ডার স্পিনারদের ধ্বংস করতে পারেন ক্লাসেন। তাঁরা এবারও আছেন ক্যারিয়ারের সেরা ছন্দে।

শামি এবার হায়দরাবাদের হয়ে খেলবেন
সানরাইজার্স হায়দরাবাদ

● এবার নতুন করে হায়দরাবাদ তাদের বোলিং লাইনআপ সাজিয়েছে। তারা এবার দলে নিয়েছে নতুন বলের মাস্টার মোহাম্মদ শামি ও পুরোনো বল বিশেষজ্ঞ হর্ষাল প্যাটেলকে।

নিলাম থেকে কিনেছে দুই লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও রাহুল চাহারকে। চমকে দিতে পারেন শ্রীলঙ্কার পেসার ঈশান মালিঙ্গাও। আর অধিনায়ক প্যাট কামিন্স তো আছেনই! সব মিলিয়ে দারুণ বোলিং ইউনিট তৈরি করেছে হায়দরাবাদ।

দুর্বলতা

● হায়দরাবাদের দুর্বলতা খুঁজে পাওয়া কঠিন। তবে দলটির বেঞ্চ খুব একটা শক্তিশালী নয়। একাদশে থাকা হেড, ক্লাসেনদের দলে নিতেই বেশি খরচ করেছে হায়দরাবাদ। হেড, ক্লাসেন, কামিন্সদের বাইরে স্কোয়াডে থাকা অন্য বিদেশিদের মধ্যে আছেন মুল্ডার, কামিন্দু মেন্ডিস। সামর্থ্যের বিচারে তাঁদের সঙ্গে ক্লাসেনদের পার্থক্য আকাশ-পাতাল।

হায়দরাবাদকে কতদূর নিতে পারবেন কামিন্স?
সানরাইজার্স হায়দরাবাদ

● হায়দরাবাদের টপ সিক্স যতটা শক্তিশালী লোয়ার অর্ডার ততটা নয়। ভারতীয় অনিকেত বর্মা, অথর্ব তাইদে, শচীন বেবিরা এখানেই ভরসা।

প্রত্যাশা ও বাস্তবতা

গত আসরের ফাইনালিস্ট হায়দরাবাদের দল এবার আরও শক্তিশালী। এই দল প্লে-অফ পর্যন্ত না গেলে সেটা হবে চমক। চ্যাম্পিয়ন হওয়ার সব সামর্থ্য আছে দলটির।