স্টেডিয়ামের গেটে রাত ৩টায় লাইন, টইটম্বুর গ্যালারি—দিল্লির কোহলিকে দেখতে পাগলামি
ভারতীয় দল নিজেদের মাঠে কোনো টেস্ট খেলতে নামলে প্রথম দিন সকালে গ্যালারির সারি সারি আসন খালি পড়ে আছে, এমন দৃশ্য অহরহ দেখা যায়।
কিন্তু আজ ভারতের প্রথম শ্রেণির ঘরোয়া প্রতিযোগিতা রঞ্জি ট্রফির একটি ম্যাচে দর্শকে টইটম্বুর গ্যালারি। কোথাও তিল ধারণের ঠাঁই নেই!
কারণ, বিরাট কোহলি। ভারতের তারকা এই ব্যাটসম্যান রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন এক যুগের বেশি সময় পর। রঞ্জিতে তাঁর প্রত্যাবর্তন ম্যাচটা আবার চলছে জন্মশহর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ঘরের ছেলেকে দীর্ঘ সময় পর দিল্লির হয়ে খেলতে দেখতে তাই তর সইছিল না ভারতের রাজধানীবাসীর।
এর আগে রঞ্জিতে কোহলি সর্বশেষ খেলেছেন সেই ২০১২ সালের নভেম্বরে, উত্তর প্রদেশের বিপক্ষে গাজিয়াবাদে। তাঁর আদর্শ শচীন টেন্ডুলকার তখনো খেলোয়াড়ি জীবনকে বিদায় বলেননি, কোহলিও আজকের কোহলি হয়ে ওঠেননি।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, রেলওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে রঞ্জিতে কোহলির প্রত্যাবর্তন ঘিরে উন্মাদনা তৈরি হবে, তা কয়েক দিনের অনুশীলনের সময় ক্রিকেটপ্রেমীদের আগ্রহ দেখে আন্দাজ করা যাচ্ছিল। কিন্তু আজ ম্যাচের প্রথম দিন অরুণ জেটলি স্টেডিয়ামে যে এত দর্শক হবে, তা এককথায় অভাবনীয়।
হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল দিবাগত রাত ৩টা থেকে স্টেডিয়ামের সামনে দর্শকেরা জড়ো হতে শুরু করেন। ভোরের আলো ফোটার আগেই গেটগুলোর সামনে লম্বা লাইন পড়ে যায়। গেট খুলতেই হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে কয়েকজন পড়ে গিয়ে আঘাত পান। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এক নিরাপত্তারক্ষী আহত হন। এ ছাড়া পুলিশের একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। টস হওয়ার পরপরই সব গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
রঞ্জিতে কোহলির ফেরার দিনে ব্যাপক দর্শক উপস্থিতি দেখে পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চায় দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। ক্রিকেট সংস্থাটি নিজেদের উদ্যোগে বেসরকারি নিরাপত্তাকর্মীদেরও নিযুক্ত করে।
প্রাথমিকভাবে দিল্লি-রেলওয়ে ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের কথা ছিল না। কিন্তু ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কারণে স্পোর্টস-১৮ ও জিও সিনেমা ম্যাচটি দেখানোর সিদ্ধান্ত নেয়।
এ তো গেল ম্যাচ শুরুর আগের ঘটনা। কোহলি মাঠে নামতেই গগনবিদারী চিৎকার শুরু হয়। ‘কোহলি, কোহলি...’ ধ্বনিতে স্টেডিয়াম মাতিয়ে তোলেন দর্শকেরা। কেউ কেউ কোহলির আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সংক্ষিপ্ত রূপ ধরে ‘আরসিবি, আরসিবি...’ রব তোলেন। কোহলিও দর্শকদের উদ্দেশে হাত নাড়েন।
আজ টস জিতে রেলওয়েকে ব্যাটিংয়ে পাঠান দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে ৫ উইকেটে ১২৩ রান করেছে রেলওয়ে।
১২তম ওভারে ঘটেছে আরেক কাণ্ড। নিরাপত্তাবেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়েন কোহলির এক ভক্ত। দৌড়ে প্রিয় খেলোয়াড়ের কাছে গিয়ে তাঁর দুই পা ছুঁয়ে শ্রদ্ধা জানান। অন্তত ১৫ জন নিরাপত্তাকর্মী সঙ্গে সঙ্গে ছুটে এসে ওই ভক্তকে ঠেলে মাঠের বাইরে নিয়ে যান।
ভারতের হয়ে টেস্টে বেশির ভাগ সময় চারে ব্যাট করে থাকেন কোহলি। দিল্লির ব্যাটিং অর্ডারেও তাঁকে চারে রাখা হয়েছে। তার মানে, রেলওয়ে অলআউট হওয়ার পর দিল্লি ২ উইকেট হারিয়ে ফেললে আজই ব্যাটিংয়ে নামতে পারেন; তা না হলে আগামীকাল। কোহলি ব্যাটিংয়ে নামলে অরুণ জেটলি স্টেডিয়ামে দর্শকদের উন্মাদনা কোথায় গিয়ে ঠেকবে, সেই দৃশ্য এখনই এঁকে রাখতে পারেন!