রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

ভেরেইনার সঙ্গে অভিষেক সেঞ্চুরি উদ্‌যাপন করছেন রিকেলটনএএফপি

রায়ান রিকেলটনের দারুণ এক সেঞ্চুরির পরও পোর্ট এলিজাবেথ টেস্টে চাপে আছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চাপের মুখে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলেন রিকেলটন।

এরপর তুলে নিয়েছেন নিজের অভিষেক সেঞ্চুরিও। রিকেলটনের দারুণ এই সেঞ্চুরিতে ৪২ রানে ৩ উইকেট হারানোর চাপ কাটালেও শেষ পর্যন্ত স্বস্তিতে দিন শেষ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দিন শেষ করেছে ৭ উইকেটে ২৬৯ রানে।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই আসিতা ফার্নান্দোর বলে ফিরে যান টনি ডি জর্জি। দলীয় ৩২ রানে লাহিরু কুমারার বলে ফিরে যান এইডেন মার্করামও (২০)। প্রোটিয়াদের বিপদ আরও বাড়ে ৪ রান করে ট্রিস্টান স্টাবস ফিরে গেলে। তখন দলের রান ছিল ৪২।

আরও পড়ুন

দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিরোধ গড়ে তোলেন রিকেলটন ও অধিনায়ক টেম্বা বাভুমা। ১৩৩ রানের দারুণ এক জুটিতে দলকে বিপদমুক্ত করেন এ দুজন। ৭৮ রান করা বাভুমাকে ফিরিয়ে এ জুটি ভাঙেন ফার্নান্ডো। রিকেলটনকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ডেভিড বেডিংহামও (৬)।

শ্রীলংকার উইকেট উদ্‌যাপন
এএফপি

তবে এরপর কাইল ভেরেইনাকে নিয়ে দলকে এগিয়ে নেন রিকেলটন। এর মাঝে তুলে নেন নিজের প্রথম সেঞ্চুরিও। তবে তিন অঙ্ক ছোঁয়ার আগের বলেই রিকেলটনকে বিশ্ব ফার্নান্ডোর বলে এলবিডব্লু আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বাঁচেন তিনি।  

সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি রিকেলটন। লাহিরুর তৃতীয় শিকার হয়ে ফিরেন ২৫০ বলে ১০১ রান করে। একটু পর মার্কো ইয়েনসেনও ফিরে গেলে অস্বস্তিতে দিন শেষ করতে হয় দক্ষিণ আফ্রিকাকে। ৪৮ রানে অপরাজিত আছেন ভেরেইনা। লাহিরু ৩ এবং ফার্নান্ডো নিয়েছেন ২ উইকেট

আরও পড়ুন

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৮৬.৪৩ ওভারে ২৬৯/৭ (রিকেলটন ১০১, বাভুমা ৭৮, ভেরেইনা ৪৮*, মার্করাম ২০; লাহিরু ৩/৫৪, ফার্নান্ডো ২/৬৭, বিশ্ব ৪৬/১, প্রবাত ১/৭৪)