গুগলের সুন্দর পিচাই এবার দ্য হানড্রেডে, সঙ্গে মাইক্রোসফটের সত্য নাদেলাও

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই (বাঁয়ে) এবং মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলাছবি: এক্স

ক্রিকেট খুব প্রিয় খেলা তাঁর। সুনীল গাভাস্কারের ভক্ত ছিলেন, পরে প্রিয় ক্রিকেটারের তালিকায় যোগ হয়েছে শচীন টেন্ডুলকারের নামও।

একটা বয়স পর্যন্ত ক্রিকেটারই হতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন সত্যি হয়নি, বা সেই স্বপ্নের পথে হাঁটেননি। বেছে নিয়েছেন অন্য জীবন।

এখন তিনি করপোরেট দুনিয়ার শক্তিশালী কর্তা, টেক জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী। নাম পিচাই সুন্দররাজন, গোটা বিশ্ব তাঁকে চেনে সুন্দর পিচাই নামে।

ক্রিকেটপ্রেমী সুন্দর পিচাই একসময় ক্রিকেটারই হতে চেয়েছিলেন
ছবি: ফেসবুক

ক্রিকেটার হতে না পারলেও ক্রিকেটের প্রতি পিচাইয়ের ভালোবাসা একটুও কমেনি। সেটা বোঝা যাবে ভারতের কোনো ম্যাচ না সিরিজ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্টগুলো দেখলেই। ক্রিকেট মাঠেও অনেক সময় তাঁর সরব উপস্থিতি দেখা গেছে।

২০১৯ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচে হাজির ছিলেন পিচাই। ছবি তুলেছেন টেন্ডুলকারের সঙ্গে, যে ছবি ভাইরাল হয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুন

তো সেই ক্রিকেটপ্রেম থেকেই কি না, এবার ইংল্যান্ডের দ্য হানড্রেড লিগে একটা ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী হয়েছেন পিচাই। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লুমবার্গ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, পিচাইসহ সিলিকন ভ্যালির একদল বড় কর্তা মিলে দ্য হানড্রেডে লন্ডনভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজি কিনতে চান।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলাও দ্য হানড্রেডে একটি ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী
ছবি: ইনস্টাগ্রাম

পিচাই ছাড়াও এই ব্যবসায়িক জোটে আছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা, অ্যাডোবির সান্তনি নারায়ণ, পালো আল্টোর নিকেশ অরোরা এবং টাইমস ইন্টারনেটের সত্যেন গজভানি।

ব্লুমবার্গের খবর, এই ব্যবসায়িক জোট দ্য হানড্রেডে ওভাল ইনভিন্সিবল কিংবা লন্ডন স্পিরিট ফ্র্যাঞ্চাইজি কিনতে চান, এর জন্য ৯ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগ করতেও আগ্রহী। ওভাল ইনভিন্সিবল ছেলেদের দ্য হানড্রেডের বর্তমান চ্যাম্পিয়ন, মেয়েদের হানড্রেডের চ্যাম্পিয়ন লন্ডন স্পিরিট দল।

ব্যবসায়িক জোটের এই কর্তাব্যক্তিদের সবাই ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় সবাই অল্প–বিস্তর ক্রিকেটপ্রেমী। নাদেলা ও নারায়ণ তো এরই মধ্যে ক্রিকেটে বিনিয়োগও করেছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে বড় অংশীদারি তাঁদের দুজনের।

দ্য হানড্রেড লিগ বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে
ছবি: ইসিবি

ইংল্যান্ডে এবং সারা বিশ্বে এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দ্য হানড্রেড লিগ। ১০০ বলের এই ম্যাচগুলোতে প্রতি দল ২০ ওভার ব্যাট করার সুযোগ পায়, প্রতি ওভার হয় ৫ বলের। ২০২১ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এখন পর্যন্ত চারটি আসর হয়েছে।

আরও পড়ুন