টেস্ট ক্রিকেট নিয়ে তাসকিনের নতুন চিন্তা

গতকাল মিরপুরে অনুশীলনে তাসকিনবিসিবি

বোলিং অনুশীলনের জন্য বল চেয়ে পাঠিয়েছিলেন তাসকিন আহমেদ। এলপিএল খেলে ২২ জুলাই শ্রীলঙ্কা থেকে ফিরে এক সপ্তাহ ছিলেন পূর্ণাঙ্গ বিশ্রামে। মিরপুরে গিয়ে দুই-এক দিন জিম করার পর কাল ভাবলেন ইনডোরে কয়েক ওভার বোলিং করে দেখবেন চোট–আক্রান্ত কাঁধ সেই ভার কতটা নিতে পারে। কিন্তু ইনডোরে গিয়ে তাসকিন আবিষ্কার করলেন তাঁর জন্য পাঠানো হয়েছে লাল বল!

আরও পড়ুন

বলের রংটা এখানে প্রাসঙ্গিক হয়ে ওঠার কারণ, টেস্ট ক্রিকেট থেকে তাসকিন একটা বিরতি নিচ্ছেন বলেই জানা সবার। তিনি নিজেই জানিয়েছিলেন, আপাতত চোখ রাখবেন শুধু সাদা বলের ক্রিকেটে। তার মানে তো এখন বোলিং-টোলিং যা করবেন সাদা বলেই। সে কারণেই লাল বল পেয়ে তাঁরও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়া। তবে শেষ পর্যন্ত তাসকিন লাল বলেই করেছেন ৪ ওভার বোলিং এবং তা কোনো সমস্যা ছাড়াই।

পাকিস্তান সিরিজে টেস্ট খেলার কথা ভাবছেন তাসকিন
বিসিবি

বল-বিভ্রাটে এমন কোনো সমস্যা হয়নি। বিষয়টা এখানে এল আসলে প্রসঙ্গক্রমে। নইলে আপাতত টেস্ট না খেলার অবস্থান থেকে যে ভেতরে-ভেতরে আগেই সরে এসেছেন তাসকিন! বোলিং করার পর ফিজিওর উপস্থিতিতে শেরেবাংলা স্টেডিয়ামে হালকা রানিং শেষে এই প্রতিবেদককে কাল তিনি সেটা বললেনও, ‘আমি কিন্তু টেস্ট থেকে অবসর নিয়ে ফেলিনি, বলেছি বিরতি নেব। তবে এখন মনে হচ্ছে, টেস্ট খেলা যায়। যদি কাঁধের চোট বেশি ঝামেলা না করে পাকিস্তান সিরিজে অন্তত একটা টেস্ট খেলে ফেলতে পারি। মানসিকভাবে আমি প্রস্তুত আছি।’

আরও পড়ুন

‘খেলে ফেলতে পারি’ বলে তাসকিন পাকিস্তানে টেস্ট খেলার সম্ভাবনায় যে অবশিষ্টাংশ রেখে দিয়েছেন, সেটা মূলত এখনো কাঁধের চোট নিয়ে মৃদু সংশয় রয়ে যাওয়াতেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চোট নিয়ে ফিরে এলপিএলেও সমস্যা ছাড়াই তিনটি টি-টোয়েন্টি খেলে এসেছেন। টেস্টে বোলিংয়ের চাপ সে তুলনায় কিছুটা বেশি হওয়ার কথা, তবে বিশ্রাম নিয়ে খেললে কোনো সমস্যা হবে না বলে আশাবাদী তাসকিন। তা ছাড়া এ বছর বাকি সময়ে বাংলাদেশের সামনে টেস্ট ম্যাচ আছে আটটি। টেস্ট ক্রিকেটের ভরা সময়ে লাল বল থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে না রেখে তাসকিনের ইচ্ছা বিশ্রাম নিয়ে হলেও টেস্টে থাকা। তাহলে সাদা বলের ক্রিকেটেও চাপ অতটা পড়বে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি করে টি-টোয়েন্টি মিলিয়ে এ বছর বাংলাদেশ দল সাদা বলের ম্যাচ খেলবে আরও ৯টি।

তাসকিন টেস্ট খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত
বিসিবি

মানসিকভাবে তাসকিন টেস্ট খেলার জন্য প্রস্তুত হলেও বাকিটা নির্ভর করছে গতকাল করানো আলট্রাসাউন্ড ও দু-এক দিনের মধ্যেই করাতে যাওয়া এমআরআই রিপোর্টের ওপর। বিসিবির ফিজিওদের অবশ্য বিশ্বাস, তাসকিন স্বাভাবিকভাবে বোলিং করতে পারছেন মানে তাঁর চোট হয়তো আগের তুলনায় অনেকটা সেরে উঠেছে।

আরও পড়ুন

আগামী কয়েক দিন তিনি আরও বোলিং করবেন। তাতে যদি সমস্যা না হয় এবং এর মধ্যে আলট্রাসাউন্ড এবং এমআরআই রিপোর্টও যদি সুখবর বয়ে আনে, তাসকিনের টেস্ট খেলায় আর কোনো বাধা থাকার কথা নয়। সে আশায় বুক বেঁধে তিনি এখন অপেক্ষায় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের, ‘কোচের সঙ্গে যোগাযোগ হয়েছে। কোচ বলেছেন ঢাকায় এসে কথা বলবেন।’

ছুটি শেষ করে হাথুরুসিংহের ঢাকায় ফেরার কথা ২ আগস্ট। পাকিস্তান সফরের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হওয়ার কথা ৪ আগস্ট থেকে। তার আগের দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ফিটনেস পরীক্ষা দিয়ে শুরু হবে ক্রিকেটারদের প্রস্তুতি।