এবার টেস্ট ক্রিকেটের দুনিয়ায় হাসান
গত বছরের নভেম্বরের কথা। বাংলাদেশ দল মাত্রই বিশ্বকাপ থেকে এসেছে। টানা ক্রিকেটের ব্যস্ততায় ক্লান্ত খেলোয়াড়েরা কয়েক সপ্তাহের বিশ্রামে যাবেন। কদিন পরই আবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু হবে। সে সময় পেসারদের মধ্যে ব্যতিক্রম ছিলেন হাসান মাহমুদ।
বিশ্বকাপ থেকে এসেই তিনি যোগ দিয়েছিলেন জাতীয় ক্রিকেট লিগে। চট্টগ্রাম বিভাগের হয়ে রাজশাহী বিভাগের বিপক্ষে ম্যাচটি খেলেন হাসান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। আজ সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই টেস্ট অভিষেক হলো হাসানের।
আন্তর্জাতিক ক্রিকেট হাসানের জন্য নতুন অভিজ্ঞতা নয়। দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৯ ম্যাচ খেলে ফেলা হাসান উইকেট নিয়েছেন ৪৮টি। গত বিশ্বকাপ পর্যন্ত সাদা বলের ক্রিকেটে দুই সংস্করণেই ছিলেন নিয়মিত। বিশ্বকাপের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও হাসান ঢুকে পড়েন জাতীয় দলের টেস্ট ভাবনায়। তাসকিন আহমেদ টেস্ট থেকে নাম সরিয়ে নেওয়ায় আলোচনায় উঠে আসে তাঁর নাম। ঘরের মাঠে গত নভেম্বরের নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দলে ছিলেন হাসান।
শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দলে অবশ্য তাঁকে বিবেচনা করা হয়নি। মুশফিক হাসানের চোটে হাসান সুযোগ পান। আর আজ সেই হাসানকেই টেস্ট টুপি পরিয়ে দেন সাকিব আল হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে হাসানের রেকর্ডও ভালো। ১৬ ম্যাচে উইকেট নিয়েছেন ৪৯টি, ৪ উইকেট নিয়েছেন ৩ বার। চোটের কারণে দীর্ঘ পরিসরের ক্রিকেট নিয়মিত খেলতে পারেননি। এ কারণে ২০১৭ সালে প্রথম শ্রেণির অভিষেকের পরও হাসানের খুব বেশি ম্যাচ খেলা হয়নি।
অথচ লাল বলের খেলাটাই বেশি উপভোগ করেন হাসান। বোলিংয়ে কবজির অবস্থান ভালো হওয়ায় লাল বলে দুই দিকেই সুইং করাতে পারেন। পেসার হিসেবে যে কেউ এ দক্ষতা উপভোগ করবেন। হাসানও ব্যতিক্রম নন। আজ অভিষেক টেস্টে প্রথম দিনের প্রথম সেশনে নিজের প্রথম স্পেলেই তা দেখিয়েছেন।
৬ ওভারের স্পেলে ২০ রান দেওয়া হাসান বেশ কয়েকবার খুঁজে নিয়েছেন লঙ্কান দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও নিশান মাদুস্কার ব্যাটের ‘আউটসাইড এজ’। দুজনের ব্যাটের পাশ দিয়ে বলকে চোখ রাঙিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে বেশ কয়েকবার। স্লিপে মাহমুদুল হাসান লঙ্কান ওপেনার মাদুস্কার ক্যাচ লুফে নিতে পারলে দারুণ বোলিংয়ের উপহারও পেতে পারতেন হাসান।
২২তম ওভারেও ভাগ্য সহায় হয়নি হাসানের। তাঁর বাউন্সার হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তুলেছিলেন দিমুথ করুনারত্নে। ফিল্ডার সাকিব আল হাসান সীমানা থেকে একটু এগিয়ে থাকায় ক্যাচটা নিতে পারেননি। বলটা তাঁর হাতে লেগে ছক্কা হয়েছে।