আইপিএলে কয়টি ম্যাচ খেলতে পারবেন না বুমরা

যশপ্রীত বুমরাএএফপি

ক্রিকেট মাঠে যশপ্রীত বুমরার সবচেয়ে বড় শত্রু চোট। ব্যাটসম্যানরা তাঁর ডেলিভারিতে মুখ থুবড়ে পড়েন, তবে তিনি নিজে মার খান চোটের কাছে। এই চোটের কারণেই সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি। এবার আইপিএলেও শুরুর দিকে থাকছেন না মুম্বাই ইন্ডিয়ানসের পেসার।

ক্রিকেট–বিষয়ক খবরের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বুমরা মুম্বাইয়ে যোগ দেবেন এপ্রিলের শুরুর দিকে। মুম্বাই এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ।

তারপর মার্চে আরও দুটি ম্যাচ খেলবে হার্দিক পান্ডিয়ার দল। অর্থাৎ এপ্রিলের শুরুর দিকে দলে যোগ দেওয়ার আগে বুমরাকে অন্তত তিন ম্যাচে পাবে না মুম্বাই। তবে সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনাই বেশি।

বুমরাকে সর্বশেষ মাঠে দেখা গেছে গত জানুয়ারির সিডনি টেস্টে। সেই টেস্টের দ্বিতীয় দিনে স্ক্যানের জন্য মাঠ ছাড়ার পর থেকে তিনি আর কোনো ম্যাচ খেলেননি। প্রথমে এটি ‘ব্যাক স্প্যাজম’ বলে জানানো হলেও পরে নিশ্চিত হওয়া যায় যে এটি স্ট্রেস-জনিত চোট। শুরুতে ধারণা করা হয়েছিল, পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বুমরা। জানুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করার সময় ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার এমনটাই বলেছিলেন।

বুমরাকে সর্বশেষ মাঠে দেখা গেছে গত জানুয়ারির সিডনি টেস্টে
এএফপি

যেহেতু চ্যাম্পিয়নস ট্রফি শুরু হয় ১৯ ফেব্রুয়ারি, তাই বুমরাকে ভারতের প্রাথমিক স্কোয়াডে রাখাও হয়েছিল। পিঠে অস্বস্তি থাকায় শেষ পর্যন্ত তিনি খেলতে পারেননি। বর্তমানে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন বুমরা।

আরও পড়ুন

গত বছরের মার্চে পিঠের চোটে অস্ত্রোপচার করতে হয়েছিল এই পেসারকে। এরপর এবারই প্রথম তিনি পিঠের চোটে পড়েন। বুমরার এই চোট নিয়ে তাঁকে ও বিসিসিআইকে কয়েক দিন আগে সতর্ক করেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। অস্ত্রোপচারের জায়গায় পাওয়া আরেকটি চোট বুমরার ক্যারিয়ার শেষ করে দিতে পারে বলে মনে করেন বন্ড। নিউজিল্যান্ডের সাবেক এই পেসারের ক্যারিয়ারও শেষ হয়েছিল পিঠের চোটে। বন্ড নিজের অভিজ্ঞতা থেকেই বুমরাকে সতর্ক করেছেন।
বুমরা এখন কবে মাঠে ফিরতে পারেন, সেটাই দেখার অপেক্ষা। ২২ মার্চ শুরু হবে এবারের আইপিএল।

আরও পড়ুন