- জয়ে শুরু ভারতের
- স্বাগতম
- নিকট অতীত বাংলাদেশের পক্ষে
- বাংলাদেশ-ভারত ‘উত্তেজনা’
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- বাংলাদেশের একাদশ
- ভারতের একাদশ
- ০ রানে আউট সৌম্য
- নাজমুলও ০ রানে আউট
- তানজিদের ইতিবাচক শুরু
- বেঁচে গেলেন তানজিদ
- তানজিদ ইন অ্যাকশন!
- মিরাজও ফিরলেন
- জুটি গড়ার চেষ্টা তানজিদ–হৃদয়ের
- ফিরলেন তানজিদও
- মুশফিকও ০!
- ক্যাচ ফেলে হ্যাটট্রিক মিস!
- জুটি হবে জাকের–হৃদয়ের?
- থিতু হওয়ার চেষ্টায় জাকের–হৃদয়
- ক্যাচ মিস!
- ১০০ পেরিয়ে এগোচ্ছে বাংলাদেশ
- জাকের–হৃদয়ের শতরানের জুটি
- হৃদয়ের ২ ছক্কা
- ফিরলেন জাকের
- অক্ষরের ২০!
- থামল রিশাদের ১২ বলে ১৮ রানের ইনিংস
- ফিরলেন তানজিম
- হৃদয়ের প্রথম সেঞ্চুরি
- বাংলাদেশের ২২৮ রান
- দারুণ শুরু ভারতের
- কিংবদন্তি রোহিত!
- উইকেটে থিতু গিল–কোহলিও
- ছন্দহীন কোহলি
- কাটারে শেষ আইয়ার
- ম্যাচে ফিরল বাংলাদেশ?
- সুযোগ নষ্ট বাংলাদেশের
- রিশাদের দারুণ বোলিং
- গিলের অষ্টম সেঞ্চুরি
জয়ে শুরু ভারতের
২২৯ রানের লক্ষ্য। তাতে একজন সেঞ্চুরি পেলে রান তাড়াটা সহজ হওয়ারই কথা। ভারতেরও সেটাই হলো। গিলের সেঞ্চুরিতে বাংলাদেশের করা ২২৮ রান ২১ বল আর ৬ উইকেটে হাতে রেখেই জিতেছে ভারত।
বাংলাদেশের জন্য লড়াইয়ের গল্প খুঁজলে হয়তো পাওযা যাবে। হৃদয়ের সেঞ্চুরি, জাকেরের ফিফটি বা রিশাদের বোলিং—ইতিবাচক আছে অনেককিছু। তবে দিনশেষে বাংলাদেশের বিপক্ষে সহজেই জিতেছে ভারত। ম্যাচের কোনো পর্যায়েই মনে হয়নি, বাংলাদেশ ম্যাচটি জিততে পারে।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন শুবমান গিল।
স্বাগতম
চ্যাম্পিয়নস ট্রফিতে আজ বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
নিকট অতীত বাংলাদেশের পক্ষে
ওয়ানডেতে ভারতের বিপক্ষে সব মিলিয়ে ৩২-৮ ব্যবধানে পিছিয়ে থাকলেও সর্বশেষ পাঁচ ম্যাচের হিসাবে বাংলাদেশই ৩-২ ম্যাচে এগিয়ে।
পড়ুন নিচের লিংকে।
বাংলাদেশ-ভারত ‘উত্তেজনা’
উত্তেজনার মূলে স্পিন–পেস। জানতে হলে পড়ুন দুবাইয়ে অবস্থান করা প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদের লেখায়—
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ম্যাচ রেফারি ডেভিড বুন মুদ্রা নিক্ষেপ করলেন। ভাগ্য পরীক্ষায় জিতলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ধারাভাষ্যকার রবি শাস্ত্রীকে নাজমুল টস জিতে বলেছেন, ‘তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছি। মুশফিক ও হৃদয় চোট কাটিয়ে উঠেছে। আমরা আত্মবিশ্বাসী।’
ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তিনি টস জিতলে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন।
পিচ রিপোর্টে রবি শাস্ত্রী ও রমিজ রাজা জানিয়েছেন, নতুন পিচ। সন্ধ্যা নাগাদ উইকেট শুকিয়ে আসার সম্ভাবনা রয়েছে। মাঠকর্মীরা জানিয়েছেন, এ বছর মাঠে শিশির দেখা যায়নি।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আগের দিন সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে নিয়ে ভারতের সাংবাদিকদের মধ্যে অনেক আগ্রহ দেখা গেলেও আজ একাদশে এই পেসারকে রাখা হয়নি।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।
০ রানে আউট সৌম্য
বাংলাদেশ ১ ওভারে ১/১।
ভারতের হয়ে প্রথম ওভার করলেন মোহাম্মদ শামি। সৌম্য সরকার ৫ বল খেলে ০ রানে আউট। ওভারটির শেষ বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার রাহুলকে ক্যাচ দেন সৌম্য। ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে গ্লাভসে জমা পড়েছে বল।
তিনে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন।
নাজমুলও ০ রানে আউট
বাংলাদেশ ২ ওভারে ২/২।
নিজেদের ইনিংসে দ্বিতীয় ওভারেও উইকেট হারাল বাংলাদেশ। হর্ষিত রানা দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নাজমুলের উইকেট পেলেন। শর্ট কাভারে কোহলিকে ক্যাচ দিয়ে ফিরলেন ২ বলে ০ রান করা নাজমুল।
চারে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।
তানজিদের ইতিবাচক শুরু
বাংলাদেশ ৩ ওভারে ১১/২।
শামির করা তৃতীয় ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুটি দারুণ চার মারলেন তানজিদ। প্রথম ড্রাইভটি কাভার দিয়ে, পরেরটি এক্সট্রা কাভার দিয়ে। দর্শনীয় শট!
মোট ৯ রান উঠেছে এই ওভারে। তানজিদ ৯ বলে ১১ রানে অপরাজিত।
বেঁচে গেলেন তানজিদ
বাংলাদেশ ৪ ওভারে ১৩/২।
হর্ষিতের করা চতুর্থ ওভারের পঞ্চম বলে রান আউট হওয়া থেকে বেঁচে গেলেন তানজিদ। থ্রো সরাসরি স্টাম্পে লাগলে বিপদ হতে পারত!
২ রান উঠেছে এই ওভারে। তানজিদ ১৩ বলে ১২ ও মিরাজ ২ বলে ০ রানে অপরাজিত।
তানজিদ ইন অ্যাকশন!
বাংলাদেশ ৬ ওভারে ২৬/২।
বিপিএলের ফর্মটাই কি দুবাইয়ে টেনে এনেছেন তানজিদ? এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ব্যাটিংয়ের ধারাটা তেমনই। গত বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করা তানজিদ অন্য প্রান্ত থেকে উইকেট পড়লেও রান তোলার ধারা বজায় রেখেছেন। ইনিংসের পঞ্চম ওভারে শামিকে মিড অনের ওপর দিয়ে তুলে চার মেরেছেন। বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে তাঁকে।
মিরাজ এই ওভারের পঞ্চম বলে কাভার দিয়ে চার মেরেছেন। পঞ্চম ওভারে উঠল মোট ৯ রান।
পুনশ্চ: হর্ষিতের করা ষষ্ঠ ওভারে এসেছে ৪ রান।
তানজিদ ২১ বলে ২০ ও মিরাজ ৮ বলে ৫ রানে অপরাজিত।
মিরাজও ফিরলেন
বাংলাদেশ ৭ ওভারে ২৭/৩।
শামির করা সপ্তম ওভারের দ্বিতীয় বলে কাট করতে গিয়ে স্লিপে শুবমান গিলকে ক্যাচ দেন মিরাজ। ১০ বলে ৫ রানে ফিরলেন।
পাঁচে নেমেছেন তাওহিদ হৃদয়।
জুটি গড়ার চেষ্টা তানজিদ–হৃদয়ের
বাংলাদেশ ৮ ওভারে ৩৫/৩।
হর্ষিতের করা ৮ম ওভারের চতুর্থ বলে মিড অফ দিয়ে তুলে মেরে চার মেরেছেন তানজিদ।
ফিরলেন তানজিদও
৯ম ওভারে স্পিনার আক্রমণে নিয়ে আসেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় বলেই রাহুলের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন ২৫ রান করা তানজিদ। ভালো ব্যাট করতে করতে আউট হলেন এই ওপেনার।
ছয়ে নেমেছেন মুশফিকুর রহিম।
মুশফিকও ০!
তৃতীয় বলেও উইকেট পেলেন অক্ষর! হ্যাটট্রিকের হাতছানি বাঁহাতি এই স্পিনারের সামনে। অক্ষরকে সামনের পায়ে খেলতে গিয়ে উইকেটকিপার রাহুলকে ক্যাচ দেন মুশফিক। ০ রানে ফিরলেন তিনি।
ক্যাচ ফেলে হ্যাটট্রিক মিস!
বাংলাদেশ ৯ ওভারে ৩৬/৫
৯ম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তানজিদ ও মুশফিকুর রহিমকে তুলে নেন অক্ষর। দুটি ক্যাচই ছিল উইকেটকিপার রাহুলের হাতে। চতুর্থ বলেও উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন সাতে নামা জাকের আলী। তবে এবার উইকেটকিপার নয়, প্রথম স্লিপে দাঁড়ানো রোহিত শর্মার হাতে। অবিশ্বাস্যভাবে সহজ ক্যাচটি ফেলেন দেন রোহিত!
২ উইকেট নেওয়ার পাশাপাশি এই ওভারে মাত্র ১ রান দেন অক্ষর।
ক্রিজে হৃদয় ও জাকের আলী।
ওয়ানডেতে বাংলাদেশ সর্বশেষ ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যে ন্যূনতম ৫ উইকেট হারিয়েছে ২০২২ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে। ৫৫ ম্যাচ পর আজ আবারও তেমন দিন ফিরল।
জুটি হবে জাকের–হৃদয়ের?
বাংলাদেশ ১১ ওভারে ৪২/৫
খুব বাজে শুরু হলো বাংলাদেশের। ক্রিজে জাকের ও হৃদয় কি বড় জুটি গড়তে পারবেন? হৃদয় ১৩ বলে ৪ ও জাকের ৪ বলে ২ রানে অপরাজিত।
চ্যাম্পিয়নস ট্রফিতে এ নিয়ে তৃতীয়বার ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যে ন্যূনতম ৫ উইকেট হারাল বাংলাদেশ।
থিতু হওয়ার চেষ্টায় জাকের–হৃদয়
বাংলাদেশ ১৯ ওভারে ৭০/৫
ষষ্ট উইকেটে ৬৩ বলে অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি গড়েছেন জাকের ও হৃদয়। জাকের ৩৬ বলে ১৯ ও হৃদয় ৩৫ বলে ১৮ রানে অপরাজিত।
ক্যাচ মিস!
বাংলাদেশ ২০ ওভারে ৭৯/৫
২০তম ওভারের চতুর্থ বলে লং অফে হৃদয়ের ক্যাচ ছেড়েছেন হার্দিক পান্ডিয়া। এর আগে প্রথম বলে জাকেরকে জীবন দিয়েছিলেন রোহিত শর্মা।
জাকের ২১ ও হৃদয় ২৪ রানে অপরাজিত। ৭১ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।
১০০ পেরিয়ে এগোচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ ২৯ ওভারে ১০৩/৫
৮.৩ ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট পড়েছিল বাংলাদেশের। ষষ্ঠ উইকেটে ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের ইনিংসকে পথে ফেরানোর চেষ্টায় জাকের ও হৃদয়। দুজনেই ৩৪ রানে অপরাজিত আছেন।
জাকের–হৃদয়ের শতরানের জুটি
বাংলাদেশ ৩৬ ওভারে ১৩৬/৫
৩৫ রানে ৫ উইকেট হারানোর পর শতরানের জুটি গড়লেন জাকের ও হৃদয়। যা চ্যাম্পিয়নস ট্রফিতে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের প্রথম। এর আগে ষষ্ঠ উইকেট বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি ছিল ৪৫ রানের।
ফিফটি পেয়েছেন জাকের ও হৃদয় দুজনই।
হৃদয়ের ২ ছক্কা
বাংলাদেশ ৩৯ ওভারে ১৬২/৫
ফিফটি করার পর খোলস ছেড়ে বেরিয়েছেন হৃদয়। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার করা টানা দুই ওভারে মেরেছেন ২ ছক্কা। কুলদীপের বলে প্রথম ছক্কাটি মেরেছেন কাভার অঞ্চল দিয়ে, পরেরটি মিডউইকেট দিয়ে।
ফিরলেন জাকের
বাংলাদেশ ৪২.৪ ওভারে ১৮৯/৬
রেকর্ড জুটি গড়ে থামলেন জাকের। মোহাম্মদ শামির বলে বড় শট খেলতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন এই ব্যাটসম্যান। তিনি ফিরেছেন ১১৪ বলে ৬৮ রান করে। এটি ওয়ানডেতে শামির ২০০তম উইকেট।
উইকেটে এসেছেন রিশাদ হোসেন।
রেকর্ড!
হৃদয়কে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে জাকের তুলেছেন ১৫৪ রান। যা ওয়ানডেতে ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশ সর্বোচ্চ। ওয়ানডেতে ভারতের বিপক্ষেও এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
অক্ষরের ২০!
প্রথম ৮ ওভারে অক্ষর প্যাটেল খরচ করেছিলেন ২৩ রান। পরের ওভারে এসে দিলেন ২০। ইনিংসের ৪৪তম ওভারে বাঁহাতি এই স্পিনারের বলে ২টি ছক্কা ও ১টি চার মেরেছেন রিশাদ। সব মিলিয়ে এই ওভার থেকে এসেছে ২০ রান।
থামল রিশাদের ১২ বলে ১৮ রানের ইনিংস
বাংলাদেশ ৪৬ ওভারে ২১৪/৭
হর্ষিত রানার বলে আপার কাট খেলতে গিয়ে থার্ড ম্যানে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়েছেন রিশাদ।
ফিরলেন তানজিম
০ রানে শামির বলে বোল্ড হয়েছেন তানজিম। উইকেটে এসেছেন তাসকিন আহমেদ। অন্যদিকে ৯১ রানে ব্যাটিং করছেন হৃদয়।
সেঞ্চুরি পাবেন কি না সেটিই এখন প্রশ্ন। একে তো অন্য প্রান্তে ব্যাটসম্যান নেই, নিজেও লড়ছেন আবার চোটের সঙ্গে।
হৃদয়ের প্রথম সেঞ্চুরি
শামির বলটি ডিপ পয়েন্টে ঠেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনোভাবে অন্য প্রান্তে পৌছাঁলেন হৃদয়। তাতেই মিলেছে তিন অঙ্কের দেখা, যা ওয়ানডে ক্যারিয়ারে হৃদয়ের প্রথম। সেঞ্চুরি করতে হৃদয়ের লেগেছে ১১৪ বল।
শামির করা ইনিংসের ৪৯তম ওভারে ফিরেছেন তাসকিনও। যা ম্যাচে ছিল শামির পঞ্চম উইকেট।
বাংলাদেশের ২২৮ রান
৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত তুলতে পেরেছে ২২৮ রান। যার পুরোটা অবদানই হৃদয় ও জাকেরের। এই দুজনের জুটিতে এসেছে রেকর্ড ১৫৪ রান। জাকের ৬৮ রানে আউট হয়ে ফিরলেও সেঞ্চুরি পান হৃদয়। শেষ পর্যন্ত ইনিংসের শেষ ওভারে হৃদয় আউট হন ১১৮ বলে ১০০ রান করে।
দলের তৃতীয় সর্বোচ্চ রান এসেছে তানজিদের ব্যাট থেকে। তিনি করেছেন ২৫ রান। ভারতের দুই পেসার নিয়েছেন ৮ উইকেট। শামির ৫ উইকেটের সঙ্গে হর্ষিত উইকেট নিয়েছেন ৩টি। বাকি ২টি নিয়েছেন বাঁহাতি স্পিনার অক্ষর।
দারুণ শুরু ভারতের
ভারত ৫ ওভারে ২৩/০
রান তাড়ায় মোস্তাফিজের করা ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে ৪ মেরে ওয়ানডে ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফক ছুঁয়েছেন রোহিত। ভারতও পেয়েছে দারুণ শুরু।
কিংবদন্তি রোহিত!
ফিরলেন রোহিত
ভারত ১০ ওভারে ৬৯/১
দ্রুত রান তুলতে চেয়েছিলেন রোহিত। আউটও হয়েছেন বড় শট খেলতে গিয়ে। ৩৬ বলে ৪১ রান করে তাসকিনের বলে কাভার পয়েন্টে রিশাদের হাতে ক্যাচ দিয়েছেন ভারতীয় অধিনায়ক।
উইকেটে থিতু গিল–কোহলিও
ভারত ১৭ ওভারে ৯১/১
রোহিতকে হারানোর পর অবিচ্ছিন্ন ২২ রানের জুটি গড়েছেন কোহলি–গিল। ৩৯ রানে ব্যাটিং করছেন গিল। কোহলি অপরাজিত ৯ রানে।
ছন্দহীন কোহলি
ইনিংসটা বড় করতে পারলেন না কোহলি। ৩৮ বলে ২২ রান করে রিশাদের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন এই ব্যাটসম্যান।
অনেকদিন ধরেই সেরা ছন্দে নেই কোহলি। সব ধরনের ক্রিকেটে সর্বশেষ ১০ ইনিংসে কোহলির সর্বোচ্চ রানের ইনিংস ৫২। সেটি খেলেছিলেন এই মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে।
গিলের ব্যাটে আবার ৫০
ওয়ানডে ক্যারিয়ারে ১৬তম ফিফটির দেখা পেয়েছেন গিল। বাংলাদেশের বিপক্ষে আজকের ফিফটি ওয়ানডেতে তাঁর টানা চতুর্থ পঞ্চাশোর্ধ রানের ইনিংস।
কাটারে শেষ আইয়ার
ভারত ২৮ ওভারে ১৩৪/৩
মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। মোস্তাফিজ কাটার করায় ঠিকভাবে টাইমিং হয়নি। ক্যাচ যায় নাজমুলের হাতে। ১৫ রান করেছেন আইয়ার।
ম্যাচে ফিরল বাংলাদেশ?
ভারত ৩১ ওভারে ১৪৫/৪
ডানহাতি–বাঁহাতি কম্বিনেশন ও দ্রুত রান তুলতে অক্ষরকে পাঁচ নম্বরে পাঠিয়েছিল ভারত। এই কৌশল অবশ্য তাদের কাজে লাগল না। বড় শট খেলতে গিয়ে রিশাদের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়েছেন অক্ষর। ভারতের এখনো দরকার ৮৪ রান।
সুযোগ নষ্ট বাংলাদেশের
ভারত ৩৭ ওভারে ১৭২/৪
নিজেও জীবন পেয়েছিলেন জাকের আলী। এবার লোকেশ রাহুলকে জীবন দিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তাসকিনের বলে ডিপ স্কয়ার লেগে সহজ ক্যাচ তুলেছিলেন রাহুল। সেই সহজ ক্যাচটিও নিতে পারলেন না জাকের।
রিশাদের দারুণ বোলিং
সেঞ্চুরির পথে গিল
গিলের অষ্টম সেঞ্চুরি
গিলের ব্যাটে টানা দুই সেঞ্চুরি। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরির পর দুবাইয়ে আজও পেলেন সেঞ্চুরি। এমন ফর্মই তাঁকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১ নম্বর ব্যাটসম্যান বানিয়েছে।
১২৫ বলে আজ সেঞ্চুরি করেছেন গিল। তাঁর রয়েসয়ে করা সেঞ্চুরিতে জয়ের খুব কাছে ভারত। ৪ ওভারে তাদের প্রয়োজন মাত্র ৬ রান।
ম্যাচশেষে অধিনায়ক...
প্রথম পাওয়ারপ্লেতে আমরা যেভাবে ব্যাটিং করেছি, ম্যাচটা ওখানেই হেরে গেছি।নাজমুল হোসেন