২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সাকিবকে আরও ছাড়িয়ে টি–টোয়েন্টিতে সাউদির নতুন মাইলফলক

টিম সাউদি এখন নিজেকে নিরাপদ ভাবতেই পারেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক এই পেসারকে আপাতত কেউ ছুঁতে পারছেন না। পাকিস্তানের বিপক্ষে আজ অকল্যান্ডে ৪ উইকেট নিয়ে সাউদি তাঁর উইকেট সংখ্যাকে নিয়ে গেছেন ১৫১–তে।

টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই পেসার। সাউদির উইকেট এখন ১৫১টি, গত বছরের মার্চে সাউদিকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছিলেন যে সাকিব আল হাসান, এই সংস্করণে তাঁর উইকেট কত?

আরও পড়ুন

২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে সাউদিকে ছাড়িয়ে গিয়েছিলেন সাকিব। সেই ম্যাচ শেষে সাকিবের উইকেট ছিল ১৩৬, সাউদির ১৩৪।

সাকিব এরপর আফগানিস্তানের বিপক্ষে জুলাই মাসে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আরও ৪ উইকেট নিয়ে সংখ্যাটা নিয়ে যান ১৪০–এ। আগস্টে আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেট নিয়ে সাউদিও নিজের উইকেট সংখ্যা সাকিবের সমান ১৪০ করে ফেলেন। এরপর তিনি সাকিবকে ছাড়িয়ে যান গত বছরের আগস্টেই, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

আরও পড়ুন

সাকিব জুলাইয়ের পর আর টি-টোয়েন্টি খেলেননি। চোটের কারণে খেলেননি সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজেও। তাই সাকিব আছেন সেই ১৪০–এ। তবে সাউদি নিজের সংখ্যাটা নিয়েছেন বাড়িয়ে। দুজনই অবশ্য বল করেছেন ১১৫ ইনিংসে।
সাকিব সর্বপ্রথম ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে লাসিথ মালিঙ্গার ১০৭ উইকেট টপকে এই সংস্করণে সর্বোচ্চ উইকেটের মালিক হন। এক বছর পর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ১২২ উইকেট ছাড়িয়ে যান নিউজিল্যান্ডের সাউদি।

প্রথম আলো

টি-টোয়েন্টি ক্রিকেটে সাউদি, সাকিবের পরই সর্বোচ্চ উইকেটের মালিক আফগানিস্তানের রশিদ খান। ৮২ ইনিংসে তাঁর উইকেট ১৩০টি। তালিকার চতুর্থ স্থানে থাকায় ইশ সোধির উইকেট ১০২ ইনিংসে ১২৭। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মালিঙ্গা এখনো আছেন তালিকার পঞ্চম স্থানে। ৮৩ ইনিংসে তাঁর উইকেট ১০৭টি।