হাসানের ঝুলিতে অনেক উইকেট দেখছেন মাঞ্জরেকার
কদিন আগে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে যেকোনো সংস্করণে কোনো বাংলাদেশি পেসারের সেটিই ছিল সেরা বোলিং।
এবার ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেও ৫ উইকেট নিলেন হাসান, যা ভারতের মাটিতে বাংলদেশের কোনো বোলারের সেরা বোলিং। রবিউল ইসলামের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে বিদেশে অনুষ্ঠিত টেস্টে টানা ২ ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান।
এম এ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই রোহিত শর্মা, গুবমান গিল ও বিরাট কোহলিকে আউট করে ভারতের ব্যাটিং ভিত নাড়িয়ে দিয়েছিলেন হাসান। দ্বিতীয় সেশনে ফেরান বড় ইনিংস খেলার আভাস দিতে থাকা ঋষভ পন্তকেও।
তবে পঞ্চম উইকেট পেতে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যশপ্রীত বুমরাকে জাকির হাসানের ক্যাচ বানিয়ে তা পূরণ করেন ২৪ বছর বয়সী এই পেসার। বুমরার আউট হওয়ার মধ্য দিয়ে ভারতেরও প্রথম ইনিংসের ইতি ঘটে।
ক্যারিয়ারে মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা হাসানের দুর্দান্ত বোলিং দেখে কাল চিদাম্বরম স্টেডিয়ামের প্রেস বক্সে ভারতীয় সাংবাদিকদের মধ্যে কৌতূহল জাগে—কে এই হাসান? কীভাবে টেস্ট ক্রিকেটে এল এই তরুণ?
হাসানকে কাল প্রশংসায় ভাসিয়েছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। আজ ৫ উইকেট পূরণের পর তাঁর বোলিং–বন্দনা করেছেন আরেক ধারাভাষ্যকার ও ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার। পাশাপাশি তাঁকে একটি পরামর্শও দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাঞ্জরেকার হাসানকে নিয়ে লিখেছেন, ‘হাসান মাহমুদকে প্রথমবার এশিয়া কাপের সময় দেখেছি। আমার কাছে তাকে বিশেষ একজন মনে হয়েছে। বোলার হিসেবে সে শক্তিশালী, নিখুঁত। সে এমন এক লাইনে বল করে, যা টেস্টের এই যুগে তাকে অনেক উইকেট এনে দেবে।
বাংলাদেশি পেসারকে শুভকামনা জানিয়ে মাঞ্জরেকার আরও লিখেছেন, ‘ওপরের সবকিছু (কথাগুলো) অটুট রাখতে হলে তাকে কখনোই গতি কমানো যাবে না। তার জন্য শুভকামনা!’
গতকাল এক্সে হার্শা ভোগলে হাসানকে নিয়ে লিখেছিলেন, ‘হাসান মাহমুদের বোলিং খুবই চিত্তাকর্ষক। এ ধরনের কন্ডিশনের জন্য যথাযথ বোলার। গতি ঠিকঠাক এবং দুই দিকেই বল সুইং করাতে পারে। তার এই তেজ কতক্ষণ স্থায়ী হয়, তা দেখা আকর্ষণীয় ব্যাপার হবে।’
চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংস শেষ হওয়া পর্যন্ত ৪ টেস্টের ক্যারিয়ারে এ পর্যন্ত ১৯ উইকেট নিয়েছেন হাসান। ২২ ওয়ানডেতে নিয়েছেন ৩০ উইকেট এবং ১৮ উইকেট নিয়েছেন ১৮ টি–টোয়েন্টিতে।