আজ রাতেই ঢাকায় আসছেন তো সাকিব

সাকিব আল হাসানপ্রথম আলো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু প্রথম টেস্টের দল ঘোষণা হয়েছে কাল। দলে আছেন সাকিব আল হাসানও। কিন্তু শেষ পর্যন্ত তিনি সময়মতো ঢাকায় আসতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফ্লাইট শিডিউল অনুযায়ী সাকিবের ঢাকায় পৌঁছানোর কথা আজ রাতে।

যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পথে সাকিব এখন দুবাইয়ে যাত্রাবিরতিতে আছেন। গতকাল দুবাইয়ে পৌঁছানোর পর তিনি বাংলাদেশ থেকে বার্তা পান ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে আসার বিমানে না চড়তে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত যেন তিনি সেখানেই অবস্থান করেন। জানা গেছে, সরকারি পর্যায় থেকেই তাঁকে এই বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

অবশ্য সাকিবের তাতে তেমন একটা সমস্যা হওয়ার কথা নয়। এমনিতেও দুবাইয়ে তাঁর ট্রানজিট এবার একটু লম্বা। গতকাল দুবাই পৌঁছালেও দুবাই থেকে তাঁর ঢাকায় আসার ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে। ঢাকায় পৌঁছানোর কথা আজ রাত ১১টার পর। কাজেই আজ বিকেল পর্যন্ত তাঁকে এমনিতেই দুবাই থাকতে হতো। ট্রানজিটের সময়টায় এখন শুধু সঙ্গে যোগ হতে পারে বাড়তি একটু টেনশন।

নিরাপত্তার কারণেই সাকিবকে ওই বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত কয়েক দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেছেন, দেয়াললিখন লিখেছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়েও তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সাকিবকে যেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়া হয়, সে দাবি নিয়ে আজকেও একটি পক্ষের স্মারকলিপি নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যাওয়ার কথা।

সাকিব গতকাল দুবাই পৌঁছান
প্রথম আলো

দুবাইয়ে অবস্থানরত সাকিবের সঙ্গে গতকাল গভীর রাত পর্যন্ত একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি। যোগাযোগ করা হয়েছে আইসিসির সভায় যোগ দিতে বর্তমানে দুবাইয়ে অবস্থারত বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গেও। কিন্তু তাঁরাও এ নিয়ে  প্রশ্নের জবাব দেননি।

আরও পড়ুন

তবে আজ সকালে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, পরবর্তী সিদ্ধান্ত জানানোর আগপর্যন্ত সাকিবকে দুবাইয়ে অবস্থান করতে বলা হয়েছে। ঢাকায় আসার ফ্লাইটের আগে যেহেতু হাতে যথেষ্ট সময় আছে, শেষ পর্যন্ত সাকিব দেশে আসার সবুজ সংকেত পাবেন বলে তাঁদের আশা।

বিসিবির একটি সূত্র এমনও আভাস দিয়েছে, যেহেতু সাকিবকে রেখেই প্রথম টেস্টের দল ঘোষণা হয়ে গেছে, তাঁর ঠিকঠাকভাবে দেশে আসতে পারার ব্যাপারে বিসিবির দিক থেকেও উদ্যোগ আছে। সাকিব শেষ পর্যন্ত নির্ধারিত ফ্লাইটে নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছাতে পারবেন বলে আশাবাদী তাঁরা।

দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলতে পারা নিয়ে এর আগে সরকারি পর্যায় থেকেও ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। সর্বশেষ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সাকিবের দেশে আসা–যাওয়ায় কোনো বাধা নেই। তাঁর নিরাপত্তার বিষয়টিও সরকার দেখবে। তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানিয়েছেন।

আরও পড়ুন