বাংলাদেশকে ‘যন্ত্রণা’ দিয়ে মাস–সেরায় মনোনীত কামিন্দু ও গার্ডনার
মার্চ মাসে বাংলাদেশের ছেলেদের জাতীয় ক্রিকেট দল ব্যস্ত ছিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে। আর মেয়েদের দলের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। দুই দলের কাছেই সিরিজ হেরেছে বাংলাদেশ। ছেলেদের টেস্টে সিরিজ–সেরা হয়েছিলেন কামিন্দু মেন্ডিস, মেয়েদের ওয়ানডেতে সিরিজ–সেরা ছিলেন অ্যাশলেই গার্ডনার।
বাংলাদেশকে ‘যন্ত্রণা’ দেওয়া শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারই আইসিসি মার্চ মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন। ছেলেদের ক্রিকেটে কামিন্দুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইর। আর মেয়েদের মাস–সেরার তালিকায় গার্ডনারের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাইয়া বুশিয়েই ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।
২৫ বছর বয়সী কামিন্দু মার্চ মাসের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন। সেখানে খুব একটা ভালো করতে না পারলেও (১৯, ৩৭ ও ১২) টেস্ট সিরিজ করে তোলেন স্মরণীয়। সিলেট টেস্টের প্রথম ইনিংসে দলের ৫৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর খেলেন ১০২ রানের ইনিংস। পরে দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানের আরেকটি ইনিংস খেলেন কামিন্দু।
৩০ মার্চ চট্টগ্রামে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ৯২ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২-০ ব্যবধানের সিরিজ জয়ে সিরিজ–সেরার স্বীকৃতি ওঠে কামিন্দুর হাতে।
নাজমুলদের সিলেট-চট্টগ্রামের ব্যস্ততার মধ্যে ঢাকায় অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে খেলে নিগার সুলতানার দল। ২১ থেকে ২৭ মার্চের মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া ওয়ানডে সিরিজে কোনোটিতেই ১০০ রানের ঘরে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। মিরপুরের উইকেটে অস্ট্রেলিয়ানদের এমন সাফল্যের বড় মাধ্যম ছিলেন গার্ডনার।
২৬ বছর বয়সী এই অলরাউন্ডার অফ স্পিনে প্রথম ওয়ানডেতে ২২ রানে ৩, দ্বিতীয় ওয়ানডেতে ২২ রানে ২ আর তৃতীয় ওয়ানডেতে ২৫ রানে ৩ উইকেট নেন। বল হাতে ৮ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে একটি অপরাজিতসহ দুই ইনিংসে করেন ৫২ রান। এমন সাফল্যে সিরিজ–সেরাও হন গার্ডনার।