কাদের উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন লামিচানে
রেকর্ড মানেই ভাঙা-গড়ার খেলা। ক্রিকেটে আজকাল সেই খেলা একটু বেশিই হচ্ছে। এতটাই যে অনেক রেকর্ড চোখ এড়িয়েও যাচ্ছে। হয়তো কুইজে প্রশ্ন করা হবে অমুক রেকর্ডটি কার। আপনি হয়তো তারকা কোনো ক্রিকেটারের নাম বললেন। কিন্তু দেখা গেল উত্তরটি ভুল। সঠিক উত্তরে হয়তো এমন একজনের নাম দেখবেন, যাঁর কথা আপনার ভাবনাতেই নেই। ক্রিকেটের বিশ্বায়নের এ যুগে অন্তত আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য কথাটা ১০০ ভাগ সত্যি। যেকোনো দুটি দেশের জাতীয় দলের মধ্যে ২০ ওভারের ম্যাচ মানেই যে এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি।
ধীরে ধীরে ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেটেও প্রভাব ফেলতে শুরু করেছে বিষয়টা। ওয়ানডেতে অবশ্য টেস্ট খেলুড়ে দেশের বাইরে এ মুহূর্তে ওয়ানডে স্ট্যাটাস বা ওয়ানডে মর্যাদা ভোগ করছে আরও আটটি দল। সেটির প্রভাবও পড়তে শুরু করেছে রেকর্ড বইয়ে।
এই যেমন কালই নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে ওয়ানডের বড় একটি রেকর্ড নিজের করে নিয়েছেন। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলে তারকা হওয়া লামিচানেই এখন ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়া বোলার।
প্রশ্ন করতেই পারেন, কোন কোন দলের বিপক্ষে খেলে রেকর্ড করে ফেললেন ২২ বছর বয়সী নেপালি লেগ স্পিনার। লামিচানে তো বটেই, তাঁর দেশ নেপালও এখনো টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে ওয়ানডে খেলেনি। ওয়ানডেতে যাঁকে কখনো বিশ্বমঞ্চে কিংবা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে অথবা বড় কোনো দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজেও দেখেননি, তাঁর রেকর্ড মনে রাখাটা একটু কঠিনই।
নেপাল এ পর্যন্ত ওয়ানডে খেলেছে ৫০টি। এর ৪২টিতেই দলে ছিলেন লামিচানে। যে আটটি ম্যাচ খেলেননি লামিচানে, তার সাতটিই গত বছরের। ধর্ষণ-কাণ্ডে নাম জড়িয়ে জেল ঘুরে আসা ও দল থেকে নিষিদ্ধ হওয়াতেই ওই সাত ম্যাচ খেলা হয়নি তাঁর।
২০১৮ সালে ওয়ানডে অভিষিক্ত লামিচানে এ পর্যন্ত ওয়ানডে খেলেছেন নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। নেপালও ওয়ানডে খেলেছে এই সাতটি দেশের বিপক্ষেই।
লামিচানে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন পাপুয়া নিউগিনির বিপক্ষে, ৯ ম্যাচে ২৫টি। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশটির বিপক্ষেই ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন লামিচানে। ২০২১ সালে ১০ সেপ্টেম্বর ওমানের আল আমিরাতে দ্বিপক্ষীয় সিরিজে ৫.১ ওভারে ১১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। এ মাসের শুরুতেও ওয়ানডেতে আইসিসির সহযোগী সদস্যদেশের সেরা বোলিং ছিল সেটি। ৪ এপ্রিল যে রেকর্ড ভেঙেছেন যুক্তরাষ্ট্রের আলী খান। নামিবিয়ায় জার্সির বিপক্ষে ৩২ রানে ৭ উইকেট নিয়েছেন পাকিস্তানের পাঞ্জাবে জন্মগ্রহণ করা পেসার।
লামিচানে আরও একবার ৬ উইকেট পেয়েছেন ওয়ানডেতে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কীর্তিপুরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৬ উইকেট নিতে ৬ ওভারে ১৬ রান খরচ করেছিলেন। সে সময় ওয়ানডেতে সহযোগী সদস্যদেশের সেরা বোলিং ছিল এটিই।
ওয়ানডেতে কোন দলের বিপক্ষে লামিচানের কত উইকেট
ওয়ানডেতে রশিদ খানের রেকর্ড ভাঙা লামিচানেকে হাতছানি দিচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টির রেকর্ডও। ২০ ওভারে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে লামিচানে ৪৩ ম্যাচে পেয়েছেন ৮৫ উইকেট। সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার রেকর্ড আফগান রশিদেরই। ৫৩ ম্যাচে ১০০ ছুঁয়েছিলেন আফগান তারকা লেগ স্পিনার। ওই রেকর্ড ভাঙতে ৯ ম্যাচ হাতে পাচ্ছেন লামিচানে।
ওয়ানডেতে এ পর্যন্ত টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে না খেললেও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন লামিচানে। এই তিন দেশের বিপক্ষে ৫ ম্যাচে তাঁর উইকেট ৮টি। এর ৫টিই অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে পেয়েছেন লামিচানে, আইরিশদের বিপক্ষে ২টি। ক্যারিবীয়দের বিপক্ষে ১ ওভারে ১২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন লামিচানে।