ক্যারিবিয়ান দর্শকদের আওয়াজ ওঠাতে দেননি মেহেদীরা

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েলএএফপি

ক্রিকেটে ক্যারিবিয়ান দর্শকদের আলাদা পরিচিতি আছে। সেখানে ক্রিকেট মানেই ক্যারিবিয়ান দর্শকদের উন্মাদনা। বাদ্যি-বাজনা, নাচ ও হইহুল্লোড়। ওয়ানডে সিরিজে এ দৃশ্য যতটা দেখা গেছে, গতকাল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে উন্মাদনাটা দেখা গেল তার চেয়ে বেশি। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামের গ্যালারি পুরো না ভরলেও দর্শকের কমতি ছিল না। বাংলাদেশের ইনিংসে উইকেটগুলো পড়ার সঙ্গে গ্যালারির আওয়াজও বেড়েছে। সেটাই স্বাভাবিক। সিংহভাগ দর্শকই তো স্বাগতিক। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সেই গ্যালারিই কিনা ধীরে ধীরে চুপসে গেল!

আরও পড়ুন

বলতেই পারেন সেন্ট কিটসে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের স্বাদ পাওয়া ক্যারিবিয়ান দর্শকেরা সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারটা মেনে নিতে পারেননি। তাই অমন চুপসে যাওয়া। তবু দর্শকদের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। কাল প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের হারে তিন ম্যাচ সিরিজে পিছিয়ে পড়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পাওয়েল। সেখানে দর্শকদের নিয়ে কথা বলার সময় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেছেন, বাংলাদেশ দল ক্যারিবিয়ান দর্শকদের গলার আওয়াজ উঁচু হতে দেয়নি।

পাওয়েলের কাছে জানতে চাওয়া হয়েছিল, সেন্ট ভিনসেন্টের (স্টেডিয়ামে) পরিবেশ কেমন ছিল, দর্শকদের কেমন লাগল? ক্যারিবিয়ান অধিনায়কের উত্তর, ‘সত্যি বলতে ভালো। আশা করি তাঁরা পরের দুটি ম্যাচেও আসবেন এবং আমাদের সমর্থন দেবেন। তাঁদের মতো “দ্বাদশ খেলোয়াড়’’দের আমাদের আগের চেয়ে আরও বেশি প্রয়োজন।’

পরের প্রশ্নটিও ছিল ক্যারিবিয়ান দর্শকদের নিয়ে। ২ রানে ২ উইকেট পড়ার পর স্বাগতিক সমর্থকদের প্রতিক্রিয়া ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য মোটেও আশাব্যঞ্জক ছিল না। এরপর ৬.৩ ওভারে ৩৭ রানে ৪ উইকেট পড়ার পর পাওয়েল যখন নামছিলেন, তখনো স্বাগতিক সমর্থকদের প্রায় কোনো প্রতিক্রিয়াই ছিল না। পাওয়েলের কাছে জানতে চাওয়া হয়েছিল, দলের মানসিকতায় দর্শকদের এই আচরণ কেমন প্রভাব রেখেছে?

আরও পড়ুন

ক্যারিবিয়ান অধিনায়কের উত্তর, ‘দর্শক তো দর্শকই। দল ভালো করলে তাদের উঁচু স্বরটা শুনতে পাবেন। দল খারাপ করলে আওয়াজটাও নেমে আসে।’ এরপরই বাংলাদেশের প্রশংসা করে পাওয়েল বলেছেন, ‘আমি মনে করি, দর্শকদের আওয়াজ স্বাভাবিকের চেয়ে নিচু রাখার কাজটা ভালো করেছে বাংলাদেশ। তবে এরপরও আজ রাতে (স্থানীয় সময়) দর্শকেরা আমাদের জন্য দারুণ ছিল।’

প্রথম টি–টোয়েন্টি ৭ রানে জিতেছে বাংলাদেশ
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৭ রান তুলেছিল বাংলাদেশ। তাড়া করতে নেমে ১১.৪ ওভারে ৬১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ৮ম উইকেটে রোমারিও শেফার্ড ও পাওয়েলের ৩৩ বলে ৬৭ রানের জুটিতে ঘুরেও দাঁড়িয়েছিল স্বাগতিকেরা। জয়ের জন্য শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১০ রান, হাতে ২ উইকেট। ৬০ করা পাওয়েল শেষ ওভারের প্রথম তিন বলের মধ্যেই আউট হওয়ার পর জয়ের পথ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম বলে হাসান মাহমুদ আলজারি জোসেফকেও আউট করায় ১৪০ রানে অলআউট হয় পাওয়েলের দল।

আরও পড়ুন