এক দিনে তিন ওপেনারের চোট
তামিম ইকবাল আগে থেকেই পিঠের সমস্যায় ভুগছেন। আজ সেই চোট মাথাচাড়া দিয়ে উঠল আরও একবার। একই দিনে চোট পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা অন্য দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখও।
পিঠের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেননি ওয়ানডে অধিনায়ক তামিম। সেই চোট মোটামুটি কাটিয়ে কয়েক দিন ধরে অনুশীলন করছেন তিনি। কিন্তু আজ আবার পিঠে সমস্যা বোধ করেছেন তামিম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলনের সময় পিঠে ব্যথা পান তিনি। পিঠে হাত দিয়েই ছেড়ে গেছেন মাঠ।
আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের ওয়ানডে দলে থাকা লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ ব্যাটিংয়ের সময় বলের আঘাত পেয়েছেন পায়ে ও হাতে। ব্যাটিংয়ের সময় নিচু হয়ে আসা একটা বল নাঈমের হাঁটুর একটু ওপরে আঘাত করে। পরে অবশ্য জানা গেছে, নাঈমের চোট গুরুতর নয়।
থ্রো ডাউনের বিপক্ষে ব্যাটিংয়ের সময় একটা বল বাজেভাবে লিটনের ডান হাতে আঘাত করে। ব্যথা সহ্য করতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে বসেন লিটন। তবে তাঁর চোটও গুরুতর নয় বলে জানিয়েছেন দলের একটি সূত্র।