‘ধারাভাষ্যকারদের দেওয়া হোক টিভি আম্পায়ারের দায়িত্ব’, ডি ভিলিয়ার্সের প্রস্তাব
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ক্রিকেট নিয়ে একটি পরামর্শ দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়মের অধীনে সিদ্ধান্তগুলো ধারাভাষ্যকারদের ভোটের মাধ্যমে নেওয়া হোক, এমন পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি।
ডি ভিলিয়ার্স হুট করেই এই পরামর্শ দেননি। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন পরশু সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ক্রিকেট নিয়ে একটি পোস্ট করেন। পিটারসেন লিখেছেন, ‘দুই বছর ধরে ধারাভাষ্যে বলেছি, ব্যাটসম্যান ১০০ মিটার দূরত্বের ছক্কা মারলে ১২ রান দেওয়া উচিত।’ ডি ভিলিয়ার্স পিটারসেনের এই পরামর্শকে ‘দারুণ’ বলার পাশাপাশি নিজেও পরামর্শও দিয়েছেন। পিটারসেনের পোস্টে মন্তব্যে নিজের মতামত দেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম অর্ধশতক, শতক ও ১৫০ রানের রেকর্ডধারী ডি ভিলিয়ার্স।
পিটারসেনের মতামতের সূত্র ধরে একটি বিষয় জানিয়ে রাখা ভালো, ১৯১০ সাল পর্যন্ত ব্যাটসম্যানরা বলকে বাতাসে ভাসিয়ে সীমানা পার করলে ইংল্যান্ডে ৪ রান এবং অস্ট্রেলিয়ায় ৫ রান দেওয়া হতো। বল স্টেডিয়াম পার হলেই শুধু ৬ রান দেওয়া হতো। এরপর নিয়ম পাল্টানো হয়। পিটারসেন নিজের সেই পোস্টে শেষ অংশে লিখেছেন ‘নিয়মটা হওয়ার পথে...।’
শেষ পর্যন্ত পিটারসেনের কথা সত্য হলে আন্তর্জাতিক ক্রিকেটে শত বছরের বেশি সময়ের আগের সেই স্মৃতি ফিরে আসতে পারে।
পিটারসেনের পোস্টের সূত্র ধরে প্রথম মন্তব্যে ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘দারুণ পরামর্শ। আমি দুটো বিষয় নিয়ে বলতে চাই। ১—১২ রান বেশি হয়ে যায়। ৮ কিংবা ৯ (রান) দেওয়া যায়। ৪ কিংবা ৬ থেকে এক লাফে ১২-তে যাওয়াটা ঠিক হবে না। ২—অনেক দিন ধরেই বলছি, দূরত্ব পরিমাপের ক্ষেত্রে প্রযুক্তিকে নিখুঁত হতে হবে (গলফের মতো)। যে কেউ বক্সে বসে আন্দাজে বলে দেবে সেটা গ্রহণযোগ্য নয়। এটা অনেক দিন ধরেই আমাকে ভাবাচ্ছে।’
ডি ভিলিয়ার্স এরপর নিজের দ্বিতীয় মন্তব্যে ডিআরএসের ব্যাপারটি তুলে আনেন। তাঁর ভাষায়, ‘শেষ পরামর্শ। ডিআরএস কিংবা কঠিন কোনো সিদ্ধান্তের ব্যাপারে তিনজন ধারাভাষ্যকারকে দায়িত্ব দেওয়া হোক, তাদের কথা সবাই শুনবে। আউট না নট আউট—এ বিষয়ে তিনজনের মধ্যে দ্রুত ভোটাভুটি হবে এবং তারপর সিদ্ধান্ত দেওয়া হবে। কঠিন সিদ্ধান্তের ক্ষেত্রে এমন কিছু খুব বিনোদনদায়ী হবে (যেমন ক্যাচের ক্ষেত্রে বল মাটিতে পড়েছি কি না)।’
আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস আবেদনে সিদ্ধান্ত দেন তৃতীয় বা টিভি আম্পায়ার। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। ধারাভাষ্য প্যানেলে আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন লোক খুব কম আছে। আর মুখোমুখি হওয়া দুই দলের প্রতিনিধিদের দিয়ে ডিআরএস ধারাভাষ্য প্যানেল গঠন করা হলে সেখানে ভোটাভুটি এবং সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হওয়া অস্বাভাবিক কিছু হবে না।
ডি ভিলিয়ার্সের সেই পরামর্শে এমন প্রশ্নই তুলেছেন ক্রিকেটের ভক্তরা। একজন লিখেছেন, ‘একবার ভাবুন, বিসিসিআইয়ের ধারাভাষ্যকারদের এই ক্ষমতা দেওয়া হলে...।’ আরেকজনের প্রশ্ন, ‘ধরুন, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে দুজন অস্ট্রেলিয়া এবং একজন ইংল্যান্ডের প্রতিনিধি কিংবা এর উল্টোটা হলো—তখন কী হবে?’