আবার ৪ উইকেট সাকিবের, এবার শিকার ভনের ছেলেও

সারের হয়ে অভিষেক ম্যাচে এখন পর্যন্ত ৮ উইকেট নিয়েছেন সাকিব আল হাসানছবি: সারে ক্রিকেট

সদ্যই স্কুলজীবন শেষ করেছেন। তারুণ্যে পা দিলেও মুখে এখনো লেগে আছে কৈশোরের ছাপ। তবে দারুণ প্রতিভাবান হওয়ার কারণে বছর তিনেক আগেই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব সমারসেটের একাডেমি তাঁকে দলে ভিড়িয়েছে। এখন তিনি খেলছেন সমারসেটের মূল দলে। দলের কোচ তাঁর ব্যাপারে বলছেন, ‘ওর সীমানা আকাশছোঁয়া।’ ১৮ বয়সী এই অলরাউন্ডারের দলের বিপক্ষেই ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ছেলেটার নাম বলে দিলে সবার চেনার কথা। আর্চি ভন; ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে। দেড় যুগের বেশি আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র একবার ভনের বিপক্ষে খেলার সুযোগ হয়েছে সাকিবের। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড যেদিন মুখোমুখি হয়, সাকিব তখনো আজকের সাকিব হয়ে ওঠেননি।

বার্বাডোজের কেনসিংটন ওভালে সুপার এইটের সেই ম্যাচে ভনের নেতৃত্বাধীন ইংল্যান্ডের কাছে বাংলাদেশ ৪ উইকেটে হারলেও দুই দল মিলিয়ে ব্যাট হাতে সাকিবই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক (৫৭*)। বাংলাদেশের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নেমেছিলেন মাইকেল ভন। ৩০ রান করে তিনি যখন আউট হন, সাকিব তখনো বোলিংয়েই আসেননি।

প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন মাইকেল ভনের ছেলে আর্চি ভন (বল হাতে)
ছবি: সমারসেট ক্রিকেট

তবে ক্যারিয়ারের সায়াহ্নে এসে মাইকেল ভনের ছেলে আর্চি ভনের মুখোমুখি হলেন সাকিব। শুধু মুখোমুখি বললে কিঞ্চিৎ ভুল হবে। টন্টনের কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে দুই অলরাউন্ডার একে অন্যের বল সামলালেন, বাউন্ডারিও মারলেন। তবে লড়াইয়ে আপাতত সাকিবই এগিয়ে। আজ সমারসেটের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি তারকার বলেই যে বোল্ড হয়েছেন আর্চি! দুই দলের লড়াইয়েও এগিয়ে সাকিবের সারে। প্রথম ইনিংসে সমারসেটের ৩১৭ রানের জবাবে লন্ডনের ক্লাবটি পেয়েছে ৪ রানের লিড।

আরও পড়ুন

নিজেদের মাঠে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৯৪ রান নিয়ে তৃতীয় দিনটা শেষ করেছে সমারসেট। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া সাকিব দ্বিতীয় ইনিংসেও এখন পর্যন্ত ২৫ ওভার বল করে ৮৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। নিজের দ্বিতীয় বলেই আর্চি ভনকে বোল্ড করার পর পঞ্চম ওভারে টম অ্যাবেলকে ফেলেছেন এলবিডব্লুর ফাঁদে। এরপর ফিরিয়েছেন জেমস রিউ ও সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরিকেও। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

তবে এর আগে ব্যাট হাতে ভালো করতে পারেননি সাকিব। ১২ রানে জ্যাক লিচকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরেছেন। ২৪ বলের ইনিংসে আর্চি ভনের ৫টি বল খেলার সুযোগ পেয়েছেন সাকিব। প্রথম বলেই চার মারার পর তিন ডট; এরপর নিয়েছেন সিঙ্গেল।

সতীর্থদের সঙ্গে সাকিবের উইকেট উদ্‌যাপন
ছবি: সারে ক্রিকেট

বাবার মতো আর্চিও ডানহাতি ব্যাটসম্যান ও অফ ব্রেক বোলার। তবে মাইকেল ভন খেলোয়াড়ি জীবনে অনিয়মিত বোলার হলেও তাঁর ছেলে পুরোদস্তুর অলরাউন্ডার। ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামা আর্চি সারের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছিলেন ৪৪ রান।

সেই ইনিংসেও সাকিব নিয়েছিলেন ৪ উইকেট। তাঁর ৪৬ বল থেকে ১৯ রান নিতে পেরেছিলেন আর্চি। মেরেছিলেন একটি চার। পরে বল হাতে পাল্টা জবাব দিয়েছেন আর্চি। নিয়েছেন ৬ উইকেট। এটিই তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব; আউট হয়েছেন ১২ রান করে
ছবি: সারে ক্রিকেট

সামনেই বাংলাদেশের ভারত সফর থাকায় শিগগিরই জাতীয় দলে যোগ দেবেন সাকিব। তাই সারের সঙ্গে শুধু এই ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।