তামিল অভিনেতা বরুণ কি মাঠে নেমে ভিডিও গেমস খেলছেন

উড়ছেন বরুণ চক্রবর্তীরয়টার্স

এক জীবনে বরুণ চক্রবর্তী কী করেননি!

উইকেটকিপার হিসেবে ক্রিকেট শুরু করা বরুণ ছিলেন পেসারও। খেলোয়াড়ি জীবনের বাইরে একজন স্থপতি। হতে চাইতেন সহকারী পরিচালক, অভিনয় করেছেন সিনেমাতেও।

এত কিছু করার পরও বরুণ যা সবচেয়ে বেশি করতে চাইতেন, তা মিলেছে এই তো কিছুদিন হলো। সেটাও মিলেছে এমনভাবে যে বরুণের আর অভিযোগের সুযোগ নেই। দেখে মনে হচ্ছে, মাঠে নেমে ভিডিও গেমস খেলছেন! এই তো কাল রাতেই ইংল্যান্ডের বিপক্ষে পেলেন ৫ উইকেট। একের পর এক উইকেট পাচ্ছেন প্রতিটি ম্যাচেই।

অভিযোগের প্রসঙ্গ আসার যথেষ্ট কারণ আছে। এই যে বরুণের এতগুলো পরিচয়, এগুলো তো এমনি এমনি হয়নি, হয়েছে সময়ের প্রয়োজনে। একসময় হতে চাইতেন দিনেশ কার্তিক। উইকেটকিপার হিসেবে রাজ্য দলে বেশ কয়েকবার প্রত্যাখ্যাত হয়ে তো ক্রিকেটই ছাড়লেন; পড়াশোনায় মন দিলেন। চেন্নাইয়ে এসআরএম বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন স্থাপত্যে ডিগ্রি। ২০১৭ সালে স্থাপত্য ফার্মও খুলেছিলেন। তবে চেন্নাইয়ে বন্যায় তাঁর একটি প্রজেক্ট ভেসে যায়।

সিনেমায় অভিনয় করেছেন এরও আগে, ২০১৪ সালে। ‘জিভা’ নামের এক তামিল সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। তবে কোনো কিছুতে মন বসছিল না। আবার যখন ক্রিকেটে ফিরলেন, হতে চাইলেন পেসার। পড়লেন চোটে....বনে গেলেন স্পিনার। বাকিটা তো ইতিহাস। এই গল্পও কিন্তু একতরফা নয়। উত্থানের সঙ্গে পতন এখানেই ভাগাভাগি করেই বসে আছে।

২০১৮ সালে স্পিনার হিসেবে যাত্রা শুরুর পর বরুণ তামিলনাড়ু, আইপিএল হয়ে বরুণ জাতীয় দলে জায়গা পান ২০২১ সালে। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে পারেননি বরুণ। ৩ ম্যাচেও উইকেটের দেখা পাননি।

চেনা রুপে বরুণের ফিরতে কিছুটা সময় লেগে যায়
এএফপি

পরের আইপিএলেও বেধড়ক মার খেলেন। সঙ্গে ১১ ম্যাচে উইকেট পেলেন মাত্র ৬টি। আবার আলোচনায় আসার প্রশ্নই আসেই না। বরুণ আবার ফিরলেন। ২০২৩ ও ২০২৪ আইপিএলে নিলেন যথাক্রমে ২০ ও ২১ উইকেট। অন্য ঘরোয়া লিগে পারফরম্যান্স তো আছেই। দলে আবার না ফিরিয়ে উপায় কী!

ফিরতে ফিরতে অবশ্য মধ্যে প্রায় তিন বছর কেটে গেছে। বরুণ ফিরলেন ২০২৪ সালে এসে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ফেরার পর বরুণ ম্যাচ খেলেছেন ১০টি। বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদের ম্যাচটি ছাড়া উইকেট পেয়েছেন সব কটিতে। সব মিলিয়ে সংখ্যাটা ২৭!

অধিনায়ক সূর্য বরুণকে বাহবা দিচ্ছেন
রয়টার্স

ভারতীয় বোলারদের মধ্যে টানা ১০ ইনিংসে যা সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ২৫ উইকেট ছিল কুলদীপ যাদবের। যদিও সব মিলিয়ে বরুণ টানা ১০ ইনিংসে বেশি উইকেটের মালিক হতে পারেননি। এই জায়গা রশিদ খানের। তিনি নেন ৩০ উইকেট। ২ নম্বরে আছেন (২৮) মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস। আর তিনে বরুণ।

আরও পড়ুন

আর উইকেট দিয়ে সব বোঝানো যায় নাকি! বরুণ কী জিনিস, সেটা তো ইংল্যান্ডের হ্যারি ব্রুক বুঝছেন। যেভাবে টানা ৩ টি-টোয়েন্টিতে বরুণের সামনে মুখ থুবড়ে পড়লেন, সেটা তো ভারত-ইংল্যান্ড সিরিজের অন্যতম আলোচনার বিষয়। শুধু কি ব্রুক, রহস্য স্পিনার বরুণ সবার কাছেই রহস্য। টি-টোয়েন্টিতে ভারতীয় দলের অন্যতম সেরা বোলারই এখন তিনি। এভাবেই বলা যায়, বাস্তব জীবনের স্থপতি ভারত টি-টোয়েন্টি দলের বোলিং বিভাগেরও স্থপতি।

বরুণের বলে কাল যেভাবে বোল্ড হলেন ব্রুক
এএফপি

কালকের আগে গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচেও ৫ উইকেট পেয়েছিলেন বরুণ। টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচের হিসাবে এর চেয়ে দ্রুততম দুবার ৫ উইকেট পাননি। অদ্ভুত বিষয় হলো, এই দুই ম্যাচেই তাঁর দল হেরেছে। হেরে যাওয়া ম্যাচে দুবার ৫ উইকেট নেওয়াও টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম। বরুণের জীবন বলে কথা! উল্লাসের মধ্যেও খানিকটা দুঃখ তো থাকবেই!

আরও পড়ুন